জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি ও রাজকুমার বুধ একত্রিত হয়ে তৈরি করতে চলেছে সমসপ্তক যোগ। এই সমসপ্তক রাজযোগের ফলে বহু রাশির ভাগ্যে তুঙ্গে থাকবে উন্নতি, সমৃদ্ধি। উল্লেখ্য, দেবগুরু বৃহস্পতি এখন রয়েছ🔥েন বৃষতে। আর রাজকুমার বুধ, বৃশ্চিক রাশিতে রয়েছেন। বর্তমানে বুধ মার্গী রয়েছেন, আর বৃহস্পতি বক্রী অবস্থানে রয়েছেন। আর দু'জন মুখোমুখি হতেই সমসপ্তক যোগের নির্মাণ হবে। তারফলে ১২ রাশির জাতক জাতিকার জীবনে বড় প্রভাব পড়তে পারে। সমসপ্তক রাজযোগ কোন কোন রাশির জীবনে প্রভাব ফেলবে? দেখা যাক তালিকা।
বৃষ
সমসপ্তক রাজযোগ বিভিন্ন দিক থেকে লাভদায়ক হতে পারে বৃষ রাশির জাতক জাতিকার জন্য। ধনধান্যে বৃদ্ধি হতে পাꦉরে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম🌠্পন্ন হতে পারে। টাকা পয়সা বেড়ে যাওয়ার ব্যাপক বড় সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে খুবই ভালো লাভ পাবেন। আপনার সিনিয়রদের দারুন সাহায্য পাবেন। আপনার কাজ আর চেষ্টা দেখে অনেকেই প্রশংসা করবেন। পদোন্নতি আর বেতন বৃদ্ধির সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। সঞ্চয় বাড়বে।
বৃশ্চিক
জাতক জাতিকাদের দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায় খুব লাভ হবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য এই সময়কাল বেশ ভালো। আর্থিক পরিস্থিতি ভ🌟ালো হতে পারে। এখন লগ্নি করলে ভালো লাভ হবে। প্রেম জীবন দারুন ভালো কাটবে। পরিবারের সঙ্গে সময় ভালো যাবে।
কুম্ভ
সমসপ্তক রাজযোগ খুবই ভ𒁃ালো দিকে নিয়ে যেতে পারে। কেরিয়ারের দিক থেকে খুবই লাভ হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে। ভালো টাকা লাভ হতে পারে। যে কাজে হাত দেবেন, সেই কাজে বিপুল ধনলাভের সুযোগ রয়েছে। ব্যবসা করলে, সেখান থেকেও ব্যাপক লাভ আসবে। ব্যবসায় এই সময় প্রচুಌর আয় হবে। সম্পর্কের দিক থেকেও সব কিছু ভালোর দিকে যাবে।
൩(এই প্রতিবেদনের তথ্য মান্যতা🍷 নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )