꧒ মুর্শিদাবাদে দাঙ্গা কবলিত এলাকা থেকে প্রাণ বাঁচাতে মালদায় আশ্রয় নেওয়া পরিবারগুলিকে বাড়ি ফিরে যেতে চাপ দিচ্ছে পুলিশ। এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার বৈষ্ণবনগরের পারলালপুর স্কুলে গিয়ে ঘরছাড়া পরিবারগুলির সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তার আগে তিনি দাবি করেন, নিজেদের মুখরক্ষা করতে উদ্বাস্তু পরিবারগুলিকে বাড়ি ফিরে যেতে চাপ দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।
💖এদিন সুকান্তবাবু বলেন, ‘প্রায় ২০০ – ২৫০টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিল। তার পর আস্তে আস্তে পুলিশ ও জেলা প্রশাসন তাদের বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদগ্রীব হয়ে উঠেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু এটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি জোটের সঙ্গীরাই ছি ছি করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন যেমন করে হোক এই উদ্বাস্তু শিবির যেমন করে হোক বন্ধ করতে হবে। তাই তাদের শিবির ছাড়তে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আজ ৭০ – ৭৫টি পরিবার পারলালপুর স্কুলে আশ্রয় নিয়ে আছে।’
🌜অগ্নিগর্ভ জঙ্গিপুরে দাঙ্গাকারীদের হাত থেকে বাঁচতে শুক্রবার সন্ধ্যায় গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের পার লালপুর স্কুলে আশ্রয় নেয় প্রায় ১০০ পরিবার। পুলিশের দাবি, রবিবার থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন তাঁরা। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন সোমবার সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। এদিন সুকান্তবাবু দাবি করলেন, ঘরছাড়াদের ঘরে ফিরতে চাপ দিচ্ছে পুলিশ প্রশাসন।