ব্লকে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তারই মধ্যে বিজেপির পঞ্চতায়েত সদস্যাকে দলবদল করিয়ে চমকে দিয়েছিলেন তৃণমূলের জেলার নেতারা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবিটা। বিজেপিতেই রয়েছেন বলে জানিয়ে দিলেন দলবদলকারী পঞ্চায়েত সদস্যা।শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন কেন্দ্রীয় উপভোক্তা দফতরের প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা। রাজগঞ্জ ব্লকের কুকুরজান ডাকুয়া পাড়ায় সংবিধান গৌরব অভিযানে অংশ নিতে আসেন মন্ত্রী। এর পর সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। সীমান্তে অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের বিএসএফকে সতর্ক করা উচিত বলে মন্তব্য করেন তিনি।কেন্দ্রীয় প্রতি মন্ত্রীর সফর নিয়ে যখন ব্যস্ত ব্লকের বিজেপি কর্মীরা তখনই শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানি সভাকক্ষে দীক্ষা কর্মসূচির আয়োজন করেছিল রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। সেখানেই রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের উপস্থিতিতে পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন তৃণমূলে যোগদান করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ব্লকে থাকাকালীন বিজেপির পঞ্চায়েত সদস্যকে তৃণমূলে যোগদান করিয়ে উৎসবে মেতে ওঠেন শাসকদলের কর্মীরা।কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই সাফল্যের মেয়াদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যেতেই কল্পনাদেবীর সঙ্গে দেখা করেন বিজেপির জেলা কমিটির সদস্য দেবাশিস দে। এর পরই যৌথ সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়ে দেন, কাজের লোভ দেখিয়ে তৃণমূলের কর্মসূচিতে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে কল্পনাদেবীকে। তিনি বিজেপিতেই রয়েছেন।অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলবদলের ইচ্ছা প্রকাশ করে কল্পনাদেবীই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁর লিখিত আবেদনের ভিত্তিতেই তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। লোভ দেখানোর অভিযোগ ভিত্তিহীন।