🌱ঘটনার তথ্য় প্রমাণ কারা লোপাট করল? মাথা কারা? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রায় ঘোষণার আগে ও রায় ঘোষণার পরে একাধিক দাবি তুলল নাগরিক সমাজ। অন্তত ২০টা প্রশ্ন নিয়ে হাজির হলেন জুনিয়র ডাক্তাররা।
ꦿসেই প্রশ্নের অন্য়তম হল, আর কারা জড়িত? সিএফএসএল রিপোর্টে একাধিক জনের ইঙ্গিত? তারা কোথায়?
ಞশনিবার সকাল থেকেই শিয়ালদা আদালতের সামনে ছিল একেবারে উপচে পড়া ভিড়। সেই ভিড়ে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তাররা যেমন ছিলেন তেমনি নাগরিক সমাজ থেকেই প্রচুর মানুষ ছিলেন। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছিলেন বিচারক কী রায় দেন সেটা দেখার জন্য। আর রায় ঘোষণার পরেও উঠল আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস।
অবশেষে শিয়ালদা আদালতে বিচারপতি অনির্বান দাস রায় দেন যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হল। আগামী সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করা হল।
🌼আদালত চত্বরে উঠল দাবি উই ওয়ান্ট জাস্টিস, হোক প্রতিবাদ। জুনিয়র ডাক্তারদের দাবি, সিএফএসএল রিপোর্টে তো অন্য় কথা বলছে। তাহলে বাকি কারা জড়িত সেটা কেন তদন্তে উঠে এল না।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতবে মহামান্য আদালতের রায় নিয়ে বিশেষ কেউ কিছু মন্তব্য করতে চাননি।
💎এদিকে এজলাসে সঞ্জয় দাবি করেন, আমাকে ফাঁসানো হচ্ছে। তুলে দেন গলায় থাকা রুদ্রাক্ষের প্রসঙ্গ।
𝓡তবে নাগরিক সমাজ এদিন রায় ঘোষণার পরে ফের দাবি তোলেন উই ওয়ান্ট জাস্টিস।
আরজি করে 🥂তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। তবে কেবলমাত্র দেশের মাটিতেই নয়, গোটা বিশ্ব থেকে উঠেছিল প্রতিবাদ। বার বার ন্য়ায় বিচারের দাবি উঠেছিল। হয়েছিল রাত দখল। দিনের পর দিন ধরে অনশন চালিয়ে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। দিনের পর দিন কর্মবিরতি চালিয়েছেন তাঁরা। এর জেরে সমস্যায় পড়েছেন সাধারণ রোগীরা।
🀅শনিবার বহু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আদালত শেষ পর্যন্ত কী রায় দেয়। এদিন সকালেও একাধিক ট্রেনে বাসে, চায়ের দোকানে আলোচনার বিষয়বস্তু ছিল একটাই সঞ্জয় রায়কে নিয়ে কী রায় দেবে আদালত?
🦹অবশেষে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করল আদালত।
🐼এদিকে আদালত চত্বরে রায় ঘোষণার পরেই জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন, সঞ্জয় রায় কি একাই? একজন চিকিৎসক ডিউটি করবে, একজন বহিরাগত উঠে গিয়ে ধর্ষণ ও খুন করে চলে এল! এতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন সঞ্জয় রায় ছাড়া আর কারোর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হল না?
🃏আমরা ২০টা প্রশ্ন তুলেছি। আমাদের ২০টা প্রশ্ন রয়েছে। আমাদের প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।