আরজি কর কাণ্ডের রায় ঘোষণার আগে আজ সকালে ফের বিস্ফোরক নির্যাতিতার মা। তাঁর মেয়ের সঙ্গে থাকা চার চিকিৎসকের প্রসঙ্গ টেনে আনেন তিনি। এরই সঙ্গে শাসকদলের বিরুদ্ধে তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেন। নির্যাতিতার মা আজ সাংবাদিকদের বলেন, 'চারজন ডাক্তার যাঁরা আমার মেয়ের সঙ্গে ছিলেন, তাঁদের তো ঠিকভাবে জিজ্ঞাসাবাদও করা হয়নি। তাঁদের হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে?' (আরও পড়ুন: আরজি কর কꦐাণ্ড: 'অভিজিৎ মণ্ডলের থেকে বড় দোষী বিনীত গোয়ে♔ল')
এই ঘটনায় এক মহিলা ডাক্তারের নাম উঠে এসেছিল। সেই ডাক্তার নাকি নির্যাতিতার খুব ঘনিষ্ঠ ছিলেন। সেই ডাক্তারকে নিয়ে প্রশ্ন করা হলে নির্যাতিতার মা বলেন, 'আমরা প্রথমেই তাঁর (মহিলা ডাক্তারের) নাম নিয়েছিলাম। তিনি তো দুই মাস এখানে ছিলেনও না। নিজের বাড়িতে চলে গিয়ে𒁃ছিলেন। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু কী জেরা করেছে তারাই জানে। আমরা তো প্রথম থেকেই তাঁকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে এসেছি।' এদিকে নির্যাতিতার মাকে প্রশ্ন করা হয়, সিবিআইয়ের ওপরে ভরসা আছে? তাঁর জবাবে তিনি বলেন, 'আমাদের আদালতের ওপরে ভরসা আছে।' এদিকে রায়দানের পর কী পদক্ষেপ হবে তাঁদের? এই নিয়ে নির্য♐াতিতার মা বলেন, ‘আজ রায় হবে মানে বিচার শেষ হয়ে যাবে না। আশা করছি রাজনৈতিক রং ছাড়া এর আগে যেমন ভাবে মানুষ আমাদের পাশে থেকেছেন, এরপরেও তাঁরা থাকবেন।’