মুর্শিদাবাদের তপ্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ-র একাংশের দিকে আঙুল তুলে বিস্ফোরক দাবি করেন তৃণমূলের কুণাল ঘোষ। তাঁর দাবি, সীমান্ত দিয়ে বিএসএফর একাংশের সহযোগিতায় হামলাকারীদের প্রবেশ করিয়ে অশান্তি ♛পাকানো হচ্ছেꦬ। তাঁর দাবি, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তদন্ত করা হোক।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে মুর্শিদাবাদ ইস্যুতে তৃণমূলের কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নেমেছে মুর্শিদাবাদে। সেখানে নিহতের সংখ্যা ৩ জন। আজও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। এরই মাঝে কুণাল ঘোষ বলেন,' যে জায়গাগুলিতে হিꦆংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, সেখান থেকে অভিযোগ আসছে যে, বিএসএফ-এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে।' এরই সঙ্গে তিনি বলেন,' যে মুখগুলো গন্ডগোল করেছে, তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না।' তিনি দাবি করেন,' যারা অশান্তি করেছে নিশ্চয়ই পুলিশ তাদের মতো করে ধরছে, ব্যবস্থা নিচ্ছে।' এরইসঙ্গে কুণাল ঘোষের বিস্ফোরক দাবি,' কিন্তু যারা মাস্টারমাইন্ড, অভিযোগ আসছে যে, কোনও কোনও রাজনৈতিক দলের অংশ, কেন্দ্রেরকোনও কোনও এজেন্সির সঙ্গে হাত মিলিয়ে বা কেন্দ্রের কোনও কোনও এজেন্সির পরিচালনায়, একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ-র একাংশকে কাজে লাগিয়ে...দুষ্কৃতী, হামলা বা…যারা এই ধরনের কাজ করে, তাদের বিএসএফর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে, গন্ডগোল করিয়ে আবারও সরিয়ে দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, নাম না করে কার্যত কুণাল ঘোষ 𒅌এদিন মুর্শিদাবাদ ইস্যুতে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও তিনি, বিজেপির একটি পোস্ট তুলে ধরে দাবি করেছেন, সেখানে যে সমস্ত ছবি তুলে ধরা হয়েছে, সেগুলি অন্য রাজ্যের। তিনি দাবি করেন, বাংলার বিজেপি ‘ দিনের আলোয় ফেক নিউজ ছড়াচ্ছে।’ কুণাল ঘোষ, ওই পোস্টে দাবি করেন, এটি বিদ্বেষে ষড়যন্ত্রের একটি স্পষ্ট কেস। এদিকে, আজকের সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন,'আমরা শুধু বলছি, এতে পা দেবেন না। কারণ এতে বিজেপি-র অ্যাজেন্ডা…।' তিনি 🌞গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেন।