সরকারি ছুটির দিনে শহর কলকাতায় ঘটে গেল𒀰 ভয়াবহ দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে শূন্যে উঠে গেল সরকারি বাসের সামনের দু'টি চাকা! আজ (সোমবার - ১৪ এপ্রিল, ২০২৫) সকালে এই ঘটনাটি ঘটে কলকাতার পার্ক স্ট্রিটে🧸র কাছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনা꧋গ্রস্ত বাসটি হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস। সেটি হাওড়ার দিক💙 থেকে যাদবপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে - বাসটি সম্পূর্ণভাবে রাস্তার মাঝের ডিভাইডারের উপর উঠে পড়েছে এবং ডিভাইডারের উপরে লাগানো লোহার তৈরি রেলিং পর্যন্ত পৌঁছে গিয়েছে বাসের সামনের অংশ। ফলত, সামনের দু'টি চাকা কার্যত শূন্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে!
প্রত্যাক্ষদর্শীদের দাবি, অ🌼ন্য একটি বাসের সঙ্গে ওই সরকারি বাসটি রেষারেষি করছিল। সেই সময়েই বাসের উপর নি🍸য়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং বাসটি তার জেরে দুর্ঘটনার কবলে পড়ে।
পরবর্তীতে ডিভাইডারের একট🧸ি অংশ ভেঙে বাসটিকে সেখান থেকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সত্যিই বাসের চালক রেষারেষি করছিলেন, নাকি যান্ত্রিক কোনও ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।
তবে, স্বস্তির বিষয় হল - আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার 🅠সরকারি ছুটি থাকায় বাসে💙 ও রাস্তায় লোক কম ছিল। ফলে বড় কোনও অঘটন ঘটেনি। কিন্তু, বাসের ভিতরে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।