সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের (জেইই মেন) দ্বিতীয় সেশনের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল। যে পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ইঞ্জিনিয়ারিং কলেজ, আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) ভরতি হতে পারেন প্রার্থীরা। আর সেই প্রবেশিকার দ্বিতীয় সেশনের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা ক🐈রে সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, আগামী এপ্রিলে ভারতের বিভিন্ন প্রান্ত এবং ভারতের বাইরে ১৫টি শহরে জেইই মেনের দ্ꦑবিতীয় সেশনের পরীক্ষা হবে। ইতিমধ্যে প্রথম সেশনের পরীক্ষা হয়ে গিয়েছে। প্রকাশিত হয়ে গিয়েছে রেজাল্টও। আজ দ্বিতীয় সেশনের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল।
JEE Main দ্বিতীয় সেশনের পরীক্ষার সময়সূচি
১) প্রথম পেপার (বি.ই. এবং বিটেক) : ২ এপ্রিল, ৩ এপ্রিল, ৪ 🎃এপ্রিল এবং ৭ এপ্রিল পরীক্ষা হবে। প্রথম সেশনের পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা থেকে। আর পরীক্ষা চ𓃲লবে বেলা ১২ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ৩ টে থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।
২) প্রথম পেপার (বি.ই. এবং বিটেক): ৮ এপ্রিল পরীক্ষা হবে। পরীক্ষা হবে দ্বিতীয় শিফটে। অর্থাৎ দুপুর ৩ টে থেকে পরীক্ষা শু🎐রু হবে। আর চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
৩) পেপার ২এ (বি.আর্ক), পেপার ২বি (বি.প্ল্যানিং), পেপার ২এ ও পেপার ২ব⛦ি (বি.আর্ক এবং বি.প্ল্যানিং দুটোই): ৯ এপ্রিল পরীক্ষা হবে। এক🌃টি শিফটেই পরীক্ষা পড়েছে। সকাল ৯ টায় শুরু হবে। চলবে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত।
কবে প্রকাশিত হতে পারে অ্যাডমিট কার্ড?
সাধারণত জেইই মেন পরীক্ষার কয়েকদিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়। অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষার তিনদিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন প্রার্থীরা। তবে তার আগেই পরীক্ষাকেন্দ্রের শহর সংক্রান্ত তথ্য (Ex𓄧am City Slip) প্রকাশিত হয়ে থাকে। এই স্লিপ থেকে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্র সম্পর্কে তথ্য পেয়ে যাবেন।
অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন?
১) অ্যাডমিট কা🥃র্ড প্রকাশিত হলে প্রথমে jeemain.nta.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
♛২) হোমপ🐼েজে ‘JEE Main 2025 Admit Card’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) আপ🃏নার আবেদন নম্বর এব✨ং জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে।
৪) আপনার স্ক্𝕴রিনে JEE Main অ্যাডমিট কার🧸্ড চলে আসবে।
৫) ধীরে-ধীরে JEE Mai🎀n 2025 অ্যাডমিট কার্ডটি যাচাই করুꦕন।
৬) JEE Main অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন।
৭) পরীক্ষার ꦉজন্য অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট নিন।