IPL 2025-এর মাঝেই আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে গেম প্ল্যান শুরু করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত 🌞শর্মা। তবে এই সময়ে তিনি ভারতীয় দলের দুই প্রধান পেসার, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামির দিকে বিশেষ নজর রেখেছেন। হিটম্যান আশা করছেন বুমরাহ ও শামি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরে পুরোপুরি ফিট থাকবেন। রোহিত শর্মা আশা প্রকাশ করেছেন যে , (IPL) থেকে অবস্থায় বের হয়ে আসবেন এবং আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণের জন্য বুমরাহ ও শামি দুজনেই প্রস্তুত থাকবেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল🐬 ক্লার্ককে ‘Beyond23 Cricket Podcast’-এ রোহিত শর্মা বলেন, ‘আমাদের কিছু খেলোয়াড়কে বিশেষ করে বুমরাহ ও শামিকে শতভাগ ফিট অবস্থায় পাওয়াটা খুব জরুরি।’ রোহিত আরও বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চাই যে ওরা꧋ IPL থেকে ফিট অবস্থায় বেরিয়ে আসবে। কারণ, ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজটা সবচেয়ে চ্যালেঞ্জিং।’
আরও পড়ুন … এক ঝটকায় ৮-১০ কিমি গতি বেড়ে যায়🦂! কীভাবে এমনটা হয়েছিল? কী বললেন ভুবনেশ্বর কুমার?
রোহিত শর্মা আরও বলেন, ‘হ্যাঁ, IPL-এ তো চার ওভারের বেশি বল করতে হয় না। কিন্তু আজ খেলো, কাল ট্র্যাভেল, তার পরদিন ট্রেনিং, আ💙🎀বার খেলা। এভাবেই চলতে থাকে। এটা খুব ক্লান্তিকর একটা প্রক্রিয়া। সারা দেশ জুড়ে সফর করতে হয়, অনেকগুলো ম্যাচ খেলতে হয়। তাই আমি আশা করি, ওরা দু’জনসহ দলের বাকি খেলোয়াড়রাও IPL ভালোভাবে শেষ করবে, কোনও ইনজুরি ছাড়াই ভারতীয় দলে ফিরে আসবে। যদি আমাদের একটা পুরোপুরি ফিট দল থাকে, তাহলে অবশ্যই ইংল্যান্ডে আমরা দারুণ একটা সিরিজ খেলব। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’
আরও পড়ুন … মেসির পাস থেকে গোল করবেন রোনাল্ড🀅ো! তেভেজের বিদা🐟য়ী ম্যাচে স্বপ্নপূরণ হবে বিশ্বের?
উল্লেখযোগ্যভাবে, জসপ্রীত বুমরাহ পিঠের চোটে সিডনি টেস্টে ছিটকে যান, আর মহম্মদ শামি হাঁটুর ইনজুরির কারণে ইংল্যান্ড🍌 সফর মিস ꧃করেন। তাই এই দু’জনকে ফিট অবস্থায় পাওয়া ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক হতাশাজনক ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাসকার ট্রফি হারানোর পর, সকলকে চমকে দিয়ে ভারত জিতে নেয় চ্যাম্পিয়ন্স ট্রফি, তাও আবার বুমরাহকে ছাড়া। মাইকেল ক্লার্ক প্রশ্ন করেন, বুমরাহ না🃏 থাকাটা দলের উপর কী প্রভাব ফেলেছিল এবং এমন এ𝄹কটি গুরুত্বপূর্ণ ট্রফি জেতার অনুভূতি কেমন ছিল?
আরও পড়ুন … ভিডিয়ো: ‘কিং কার লেগা’- বাবরের পাশে দাঁড়িয়♈ে সমালোচনার মুখে পাকিস্তানের পেসার! অবশেষে ক্ষমা চাইলেন
এই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ‘ওই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের অনেক নীচে নামত🍃ে হয়েছিল। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। আমরা প্রতিশোধ নিতে চেয়েছিলাম।’ এই মন্তব্য থেকেই বোঝা যায়, কীভাবে আত্মবিশ্বাস এবং দলগত সংকল্প ভারতকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিল, এমনকি সেরা বোলার ছাড়া খেলে চ্যাম্পিয়ন হয়েছিল দল।