🉐 টেস্টে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। সিডনিতে হারের পরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। ম্যাচের পরে সাংবাদিক বৈঠক গম্ভীরকে প্রশ্ন করা যায় যে ঠাসা সূচি থাকলেও কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের কি রঞ্জি ট্রফিতে খেলা উচিত? সেই প্রশ্নের প্রেক্ষিতে গম্ভীর বলেন, ‘আমি সবসময় চাইব যে প্রত্যেকে যেন ঘরোয়া ক্রিকেটে খেলে। ঘরোয়া ক্রিকেটকে সেই গুরুত্ব দিতে হবে। স্রেফ একটা ম্যাচ নয়। যদি হাতে সুযোগ থাকে এবং যদি ওরা লাল বলের ক্রিকেট খেলার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে, তাহলে প্রত্যেকের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তুমি যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দাও, তাহলে তুমি যে জায়গাটায় পৌঁছাতে চাও, সেখানে কোনওদিনও পৌঁছাতে পারবে না।’
একটা সেঞ্চুরি বাদে ভরাডুবি বিরাটের
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚআর সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে যে গম্ভীর কি ইঙ্গিতটা করলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির দিকে? কারণ বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকাই বর্ডার-গাভাসকর ট্রফিতে ফর্মে ছিলেন না। পার্থের ভালো ব্যাটিং পিচে বিরাট একটা শতরান করলেও বাকি সিরিজে হতাশ করেছেন। ন'বারের মধ্যে আটবারই অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়ে গিয়েছেন। একটাই পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়া বল করে গিয়েছেন। আর একেবারে ‘কপি ও পেস্টের’ ধাঁচে উইকেট ছুড়ে দিয়েছেন। সবমিলিয়ে পাঁচটি টেস্টে (নয় ইনিংস) ১৯০ রান করেছেন। পার্থের শতরানটা বাদ দিলে আট ইনিংসে করেছেন ৯০ রান।
রোহিতের পরিসংখ্যানে চোখে জল আসবে!
ꦕআর রোহিতের অবস্থা তো আরও শোচনীয় ছিল। এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিতের হাল দেখলে কার্যত চোখে জল আসার কথা। পাঁচ ইনিংসে তাঁর গড় হল ৬.২। সর্বোচ্চ করেছেন ১০ রান - ১০ রান! পরিস্থিতি এমন হয় যে সিডনি টেস্টের প্রথম একাদশ থেকে ‘সরে দাঁড়ান’ রোহিত।
রোহিত রঞ্জিতে খেলুক, পরামর্শ গাভাসকরের
🃏এমনই পরিস্থিতি হয়েছে যে রোহিতকে রঞ্জি ট্রফিতে খেলারও পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি বলেন, ‘এখন বেশি চারদিনের ম্যাচ নেই। কিন্তু রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে সেই সুযোগটা থাকে, মুম্বই যদি নক-আউট পর্যায়ের টিকিট পায়, তাহলে ওর কয়েকটি ম্যাচ খেলা উচিত। আমি জানি যে যারা প্রাথমিক স্তর এবং যোগ্যতা-অর্জন পর্বে খেলেছে, তাদের জন্য সেই বিষয়টা ঠিক সমীচীন নয়। কিন্তু ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থে যদি ওর (রোহিত) খেলার জায়গা থাকে, তাহলে ওর সেটা করা উচিত। কারণ সেভাবে ও ক্রিজে সময় কাটাতে পারবে।’