পাকিস্তান ইতিমধ্যেই কোয়ালিফায়ারের লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করেছে। তাই তারা আসন্ন মহিলা বিশ্বকাপের ট🎶িকিটও পকেটে পুরেছে। বাংলাদেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারবে কিনা, ভাগ্য নির্ধারণ হবে আজ।
ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে যে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও থাইল্যান্ডের পক্ষে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করা সম্ভব নয়। কোয়ালিফায়ার থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট হাতে পাবে কারা, তা নিশ্চিত 🃏হবে শনিবার। বলা বাহুল্য, বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই দু'দলের মধ্যে কোনও এক দলের ভাগ্যে শিকে ছিঁড়বে আজ।
লাহারো শনিবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের শেষ ২টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। একটি ম্যাচে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের লড়াই দে🌄খা যাবে। অন্য ম্যাচে সম্মুখসমরে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড। দু'টি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বিশ্বকাপের একটি টিকিটি।
আরও পড🧸়ুন:- IPL 2025: এক মাঠে ছক্কার সেঞ্চুরি, বিরাট💝 কোহলিদের সঙ্গে এলিট লিস্টে রোহিত
কোয়ালিফায়ারের সংক্ষিপ্ত পয়েন্ট তালিকা
১. পাকিস্তান- ৪ ম্𒀰যাচে ৮ পয়েন্ꦏট (নেট রান-রেট +১.০৯৮)।
২. বাংলাদেশ- ৪ ম্যাচ🍬ে ৬ পয়♒েন্ট (নেট রান-রেট +১.০৩৩)।
৩. স্কটল্যান্ড- ৫🍬 ম্যাচে ৪ পয়েন্ট (ন🧔েট রান-রেট +০.১০২)।
৪. আয়ারল্যান্ড- ৫ ম্যাচ♏ে ৪ পয়েন্ট (নেট রান-রেট -০.০৩৭)।
৫. ওয়েস্ট ইন্ডিজ- ৪ ম্যাচে ৪ܫ পয়েন্ট (নেট রান-রেট -০.২৮৩)।
৬. থাইল্যান্ড- ৪ ম্যাচে ০ পয়েন্ট (নেট রান-রেট -ꦚ১.৮৪৫)।
আরও পড়ুন:- IPL-এ দ্বিতীয় দ্রুততম ১ཧ০০০ ট্র্যাভিস হেডের, রেকর্ড রয়েছে এই KKR ত🥃ারকার দখলে
কোন অঙ্কে বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ
প্রথমত, বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তবে তারা ৮ পয়েন্টে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজের নাগাಞলের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে তারা। তবে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হেরে যায়, তাহলে তারা ৬ পয়েন্টেই আটকে থাকবে। তখন ওয়েস্ট ইন্ডিজ বনাম থাইল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য।
আরও পড়ুন:- ট🧸িম ইন্ডিয়ার চাকরি খুইয়ে KKR-এ ফিরবেন পুরনো কোচ? টি দিলীপের ভবিষ্যৎ কী হবে?
কোন অঙ্কে বিশ্বকাপের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয়ত, ওয়েꦚস্ট ইন্ডিজের কাছে থাইল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় তুলে নেওয়া ছাড়া উপায় নেই। তবেই তারা ৬ পয়েন্টে পৌঁছতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি হারে তবে দু'দলের পয়েন্ট সংখ্যা সমান হবে এবং নেট রান-রেটের নিরিখে বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে বাংলাদেশ😼 যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে নিজেরা জিতেও লাভ হবে না ক্যারিবিয়ানদের।
হেরেও বিশ্বকাপের টিকিট পেতে পারে বাংলাদেশ
অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের টিকিট হাতে পেতে হলে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে হারতে হবে। ওয়েস্ট ইন্ডিজ এক্ষেত্রে দুর্বল থাইল্যান্ডকে হারিয়ে দেবে বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। বাংল🌳াদেশ অবশ্য না জিতেও বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে। যদি বাংলাদেশ নামমাত্র ব্যবধানে পাকিস্তানের কাছে হারে এবং ওয়েস্ট ইন্ডিজ অল্প ব্যবধানে থাইল্যান্ডকে হারায়, তাহলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সংখ্যা সমান হবে এবং নেট রান-রেটের নিরিখে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।