মহম্মদ শামির প্রত্যাবর্𒆙তন দেখার জন্য উচ্ছ্বসিত গোটা বাংলা। সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তারই ইঙ্গিত দিলেন। মহম্মদ শামির মাঠে ফেরার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। এক বছর পর দুর্দান্ত প্রত্যা💎বর্তন করতে চলেছেন মহম্মদ শামি। এখন কলকাতার দর্শকদের সামনে নিজেকে তুলে ধরতে চান শামি, সেটাই বললেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় ক্র𒈔িকেট দল ২২ জানুয়ারি কলকাতায় শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। শামির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় তুলে ধরেন বেঙ্গলের হয়ে তার সাম্প্রতিক পারফরম্যান্স। সম্প্রতি বাংলার হয়ে মহম্মদ শামি ছয় থেকে সাতটি ম্যাচ খেলেছেন এবং তাতে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন।
আরও পড়ুন… IPL-এ রেকর্ড অর্থ পাওয়া 🥃পন্তের ভারতীয় একাদশে জায়গা পাওয়া কঠিন, ইঙ্গিত মি🧔লল সূর্যের কথায়
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো কলকাতার দর্শক মহম্মদ শামিকে দেখতে চাইবেন। এক বছর পর তিনি ফিরে এসেছেন এবং বেঙ্গলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন। আমি তার বোলিং লক্ষ করছিলাম, এবং তাকে পুরনো মহম্মদ শামির মতোই আত্মবিশ্বাসী ও 𒊎ফিট মনে হচ্ছিল।’
শারীরিকভাবে সুস্থ ও ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত মহম্মদ শামিকে দেখে আত্মবিশ্বাসী স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। তিনি বিশ্বস করেন ভারতীয় দলের জন্য শামি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেন, ‘সামগ্রিকভাবে, এটি একটি দারুণ ম্যাচ হবে।’ ইডেন গার্ডেন্সে শামির প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া উত্তেজনার ওপর গুরুত্ব দিয়েছেন সিএবি-র সভাপতি। স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় মনে করেন, শামির ফিরে আসার খবরে কলকাতার ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। তার পরিচিত আগ্রাসী বღোলিং দিয়ে তিনি বেঙ্গল ও ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবে🍷ন বলে আশা করছেন স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন… Champions Trophy 2025 তে♏ আফগানিস্তান বয়কট করা উচিত নয়: ক্রিকেটে রাজনীতি চান না জোস বাটলার
༺ যেহেতু দলে জসপ্রীত বুমরাহ আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই, তাই মহম্মদ শামি টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। গত বছর গোড়ালির অস্ত্রোপচারের পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি। তবে দীর্ঘ দিন পরে বেঙ্গলের হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন শামি। তিনি বেঙ্গল স্কোয়াডের হয়ে বিজয় হাজারে ট্রফিতেও অংশ নিয়েছিলেন।