চোট সারিয়ে দীর্ঘ ১৪ মাস পরে জাতীꦜয় দলে ফেরেন মহম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ প্র্যাক্💝টিসের সুবর্ণ সুযোগ ছিল বাংলার তারকা পেসারের সামনে। ঘরের মাঠ ইডেনে কামব্যাক করলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে লড়াই চালাতে পারতেন মহম্মদ শামি। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই সুযোগ দিল না শামিকে।
ইডেনে ইংল্যান্ডের 🔜বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মহম্মদ শামিকে প্রথম একাদশেই রাখল না ভারত। তাঁকে বসতে হচ্ছে রিজার্ভ বেঞ্চে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মহম্মদ শামি জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন সুরেশ রায়না।
হটস্টারের আলোচনায় রায়না বলেন, ‘ইডেন শামির ঘরের মাঠ। তাই এই ম্যাচটি শামির কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই শামিকে প্রথম একাদশে না দেখে হতাশ। তবে টিম ম্যানেজ⛦মেন্ট হয়তো পুরোপুরি ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য বাড়তি সময় দিচ্ছে শামিকে। কেননা এই টি-২০ সিরিজের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শামি ম্যাচ প🐽্র্যাক্টিসের পর্যাপ্ত সুযোগ পাবে। সেই কারণেই হয়তো এই ম্যাচ থেকে ওকে সরিয়ে রাখে টিম ম্যানেজমেন্ট।’
শামি ছাড়াও ইডেনের রিজার্ভ বেঞ্চে বসত🎃ে হয় ভারতীয় স্কোয়াডের দ্বিতীয় উইকেটকিপার ধ্রুব জুরেল, স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও কেক🌳েআরের পেসার হর্ষিত রানাকে। নাইট রাইডার্সের হয়ে খেলার সুবাদে হর্ষিত রানারও ঘরের মাঠ ইডেন। সেদিক থেকে দেখলে হর্ষিতেরও ঘরের মাঠে খেলতে নামার সুযোগ হাতছাড়া হল।
হর্ষিত রানা না থাকলেও ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ܫধে মাঠে নামেন দুই কেকেআর তারকা রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তী। ভারত সিরিজের🔜 প্রথম টি-২০ ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (꧅ভাইস ক্যাপ্টেন), নীতীশ রেড্ডি, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড আগের দি🍷নই তাদের প্রথম একাদশ জানিয়ে দিয়েছিল। শেষ মুহূর্তে নিজেদের প্লেয়িং ইলেভেনে কোনও বদল করেনি তারা।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ
ফিল সল্ট (উইকেটকিপার), বেন ড🥂াকেট, জোস বাটলার (ক্যাপ্টেন), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।