মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। রবিবার (১৩ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস আইপিএল ২০২৫ মরশুমের প্রথম ম্যাচ হারে। সেই সঙ্গে তারা পয়েন্ট টেবলের শীর্ষস▨্থানও হারাল। দিল্লি নেমে গেল দ🐽ুই নম্বরে। শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স। এদিকে দিল্লিকে হারিয়ে বড় লাফ দিল হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। তারা উঠে এল সাতে।
অন্য ম্যাচে রাজস্থান রয়্যালসকে জয়পুরে তাদের ডেরায় গিয়ে হারিয়ে পয়েন্ট টেবলের উত্থান হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। তারা তিনে জায়গা করে নিল। এদিকে রাজඣস্থান ফের পয়েন্ট টেবলে ধাক্কা খেল। আটে নেমে গেল তারা।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) গুজরাট টাইটান্স- ৬﷽ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রা🍷নরেট +১.০৮১)
২) দিল্লি ক্যাপি﷽টালস- ৫ ম্যাচে ৪টি জয়, ১টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৮৯৯)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু🐓- ৬ ম্যাচে ৪টি🍨 জয়, ২টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬৭২)
আরও পড়ুন: পুরানের ছয়ে রক্তাক্ত দর্শক, যেত🍸ে হল হাসপাতালে, LSG♈-র জয়ের পর মাতলেন সেলিব্রেশনে
৪) লখনউ সুপার জ🦩ায়ান্টস- ৬ ম্যাচে ৪টি জয়, ২টি হার, ꦯ৮ পয়েন্ট (নেট রানরেট +০.১৬২)
৫) ক🐻লকাতা নাইট রাইডার্স- ৬ ম্যাচে ৩টি জয়, ৩টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.৮০৩)
৬) পঞ্জাব কিংস- ৫ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট🧔 +০.০৬৫)
৭) মুম্বই ইন্ডিয়ান্স- ৬ ম্যাচে ২টি জয়,🎃 ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +০.১০৪)
৮) রাজস্থান রয়্য🍸ালস- ৬ ম্যাচে 🌸২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৮৩৮)
৯) সানরাইজারꦇ্স হায়দরাবাদ- ৬ ম্যাচে ২টি জয়, ৪টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২৪৫)
১০) চেন্নাই সুপার কিংস- ৬ ম্যাচে ১টি জয়, ৫টি হার, ২ পয়েন্ট (নেট▨ রানরেট -১.৫৫৪)
রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় আরসিবি-র: টস হেরে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে। রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল ৪৭ বলে ৭৫ করেন। এছাড়া রিয়ান পরাগ ৩০ এবং ধ্রুব🙈 জুরেল অপরাজিত ৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। ৩৩ বলে ৬৫ করেন ফিল সল্ট। বিরাট কোহলি অপরাজিত ৪৫ বলে ৬২ করেন। দেবদূত পাডিক্কাল ২৮ বলে অপরাজিত ৪০ রান করেন। ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭৫ রান করে ফেলে আরসিবি।
দিল্লিকে মরশুমের প্রথম হারের স্বাদ দিল মুম্বই: টস হেরে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট ক🦂রতে নেমে ৫ উইকেটে ২০৫ রান করেছিল। তিলক বর্মা ৩৩ বলে ৫৯ রান করেন। এছাড়া রায়ান রিকেলটন ২৫ বলে ৪১, সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০ এবং নমন ধীরে ১৭ বলে অপরাজিত ৩৮ রান করেন। সেই রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৯ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়। দিল্লির হয়ে করুণ নায়ার সর্বোচ꧅্চ ৪০ বলে ৮৯ রান করেন। এছাড়া ২৫ বলে ৩৩ করেন অভিষেক পোড়েল। আইপিএল ২০২৫ মরশুমে এটাই দিল্লির প্রথম হার।