আইপিএলের ২০২৫ মরশুমে রোহিত শর্মা অত্যন্ত খারাপ ছন্দে রয়েছে। তাঁকে নিয়ে এই মুহূর্তে তীব্র সমালোচনা হচ্ছে। ভারতের প্রাক্তন মহিলা অধিনায়ক অঞ্জুম চোপড়া মনে করেন যে, ধারাবাহিক ভাবে রোহিতের এই খারাপ ফর্ম মুম্বই ইন্ডিয়ান্সের অভিযানেও প্রভাব ফেলছে।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত ছ'টি ম্⛎যাচ খেলে মাত্র দু'টিতে জিতেছে এবং বর্তমানে পয়েন্ট টেবলের সপ্তম স্থানে রয়েছে তারা। এদিকে রোহিত যে পাঁচ ম্যাচ খেলেছে, তাতে তাঁর স্কোর যথাক্রমে ০, ৮, ১৩, ১৭ এবং ১৮। এই খারাপ ফর্মের কারণে রোহিত এখ🐈ন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন। অনেকে তো আশঙ্কা করছেন, রোহিতের দল থেকে বাদ পড়ারও।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে খেলতে নামার আগেই ICC-র থেকে বড় পুরস্কার পে⛦লেন PBKS অধিনায়ক শ্রেয়স
‘ফর্মে না থাকাটা কোনও অপরাধ নয়’
মঙ্গলবার একটি সাক্ষাৎকারে পিটিআই-কে অঞ্জুম চোপড়া বলেছেন, ‘আপনি ফর্মের নাই থাকতে পারেন। ফর্মে না থাকাটা কোনও অপরাধ নয়। তবে ๊এতে লাভ হচ্ছে না দলের। ওপেনিং জুটি থেকে যে শুরুটা মুম্বই ইন্ডিয়ান্স চাইছে, সেটা পাচ্ছে না।’
এই পরিস্থিতি অঞ্জুমের পরামর্শ, রোহিতকে নীচে খেলানোর কথা বিবেচনা করা উচিত এবং এতে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। তিনি যোগ করেছেন, ‘ওদের কাছে বিকল্প আছে। ওরা সব ♛সময়ে রোহিত শর্মাকে নীচে খেলানোর কথা ভাবতেই পারে... এটা ঠিক যে, কখনও কখনও আপনি টুর্নামেন্টটি ভালো ভাবে শুরু করতে পারেন না এবং এটি একজন ব্যাটসম্যান হিসেবে আপনার উপর প্রভাব ফেলতে পারে।’
তবে রোহিতের পাশে থেকে অঞ্জুম এ কথাও বলেছেন, ‘ওর শু▨রুটা সে রকম ভাবে হয়নি ঠিকই, তবে আমরা সবাই ﷽জানি, ও কেমন ম্যাচ-উইনার।’
রোহিত সবচেয়ে খারাপ ওপেনার
আইপিএলের ১৮তম আসরে রোহিত শর্মার ব্যাট একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে যেন। এই মরশুমে তিনি ৫টি ম্যাচে ব্যাট করেছেন, যেখানে তিনি মাত্র ৫৬ রান করতে পেরেছেন। এখনও পর্যন্ত তিনি ০, ৮, ১৩, ১৭ এবং ১৮ রানের ইনিংস খেলেছেন। তাঁর ব্যাটিং গড় মাত্র ১১.২০। চলতি মরশুমে ওপেনার হিসেবে কমপক্ষে ৪ ইনিংসে ব্যাট করা যে কোনও খেলোয়াড়ের মধ্যে এটিই সবচেয়ে খারাপ গড়। ⛄শুধু তাই নয়, ২০২৩ সালের আইপিএলের পর থেকে কমপক্ষে ২৫ ইনিংসে ব্যাট করার পর রোহিত শর্মা দ্বিতীয় ওপেনার, যাঁর গড় সবচেয়ে খারাপ। তিনি মাত্র ২৪.৩৯ গড়ে রান করতে সক্ষম হয়েছেন।