🔴 নিউজিল্যান্ডের বিপক্ষ হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পরই যেন গেল গেল রব উঠে গেছে ভারতীয় শিবিরের অন্দরে। অনেক বিজ্ঞ চাইছেন রোহিতের অবসর। খারাপ পারফরমেন্সে তাঁকে সুযোগ দেওয়া নয়, বরং ছেঁটে ফেলা হোক রোহিতকে, এমনই ইচ্ছা অনেকের। বিরাটের খারাপ পারফরমেন্স নিয়েও কম কথা হচ্ছে না।
ꦍআরও পড়ুন-SA20র ম্যাচে দুরন্ত ক্যাচ ব্রেভিসের! সাজঘরে ফিরলেন ডুপ্লেসিস! তবু জিতল জোবার্গই
ব্যর্থতায় দায় চাপানো হয়েছে রোহিতদের ওপর-
ꦬদুটো সিরিজ যেন অতীতের সব সাফল্যকেই ভুলিয়ে দিতে বসেছে এই তারকাদের। নিঃসন্দেহে গতবছরটা তাঁদের ব্যাট হাতে অতটাও ভালো যায়নি টেস্টে। কিন্তু এই বিরাটই ১ বছর ২ মাস আগে ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন। আর খারাপ পারফরমেন্সের বছরেও রোহিত শর্মার রয়েছে টেস্টে ৬০০র ওপর রান, এছাড়াও টি২০ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ রান ছিল তাঁরই ২০২৪র প্রতিযোগিতায়।
🧸আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
৩১ রান রোহিতের, ১৯০ বিরাটের-
🐟রোহিত শর্মা বর্ডার গাভাসকর ট্রফিতে মাত্র ৩১ রান করেছিলেন সর্বসাকুল্যে, এরপরই নিজেকে সিডনি টেস্ট থেকে সরিয়ে নেন। বিরাটের অবস্থা একটু ভালো, তিনি পাঁচ টেস্টে খেলে করেন ১৯০ রান। অর্থাৎ ইনিংসে পিছু ওই ২০ রানের কাছাকাছি। তবুও এই দুই তারকার ভারতীয় ক্রিকেটে অবদানের কথা মাথায় রেখেই তাঁদের পাশে দাঁড়াচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
❀ICCর সম্ভাব্য টু টায়ার সিস্টেমে ভারতের পাশে পাকিস্তান! সিরিজ হবে দুই দলের? গ্রুপে বাকিরা কারা?
কপিল দেব বলছেন…
🐓জোড়া সিরিজে ভারত পর্যুদস্ত হওয়ার পরেও ১৯৮৩র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলছেন, ‘নিজেদের দিনে ওরা (বিরাট-রোহিত) অনেক বড় ক্রিকেটার। আশা করব, তাঁরা জানবে কত সঠিক সময় খেলার। আর কখন সঠিক সময় সরে দাঁড়ানোর। আমার মনে হয় ওরা যখন বুঝবে সরে দাঁড়ানো উচিত, ওরা নিজেরাই অবসর ঘোষণা করবে ’।
🦄আরও পড়ুন-২০২২ সালের ঘটনা নিয়ে প্রশ্ন! রেগে সাংবাদিক সম্মেলন ছেড়েই বেরিয়ে গেলেন জকোভিচ
সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি-
ওএখন থেকেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি চাপের মধ্যে থাকেন, তাহলে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও তাঁদের পারফরমেন্স খারাপ হতে পারে, সেকথা মাথায় রেখেই কপিল দেবের মতো তারকারা তাঁদের পাশেই দাঁড়াচ্ছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিরাও চাইবেন বিদেশের মাটিতে মন খুলেই আইসিসি ইভেন্টে খেলতে, যাতে তাঁদের ওপর প্রতিযোগিতার চাপ ছাড়া অন্য কোনও বাড়তি চাপ এসে না পড়ে।