ইডেনে ভারতীয় দলের সামনে চাপে পড়ে গেছে ইংল্যান্ড। প্রথম টি২০ ম্যাꦜচে ১৩২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড দল। টিম ইন্ডিয়ার বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারল না ইংরেজ ব্যাটাররা। একমাত্র ইংরেজ অধিনায়ক জোস বাটলার দুরন্ত লড়াই দিলেন, তিনি অর্ধশতরানও করলেন। কিন্তু দলকে বড় রানে নিয়ে যেতে পারলেন না। দুরন্ত ক্যাচ নিয়ে তাঁকে ফেরালেন নীতীশ রেড্ডি।
আরও পড়ু🤡ন-৯ বছরের দাবাড়ুর কাছে হার 🔥কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
ভারতীয় দলের প্রথম একাদশ🌱 দেখে অনেকেই চিন্তায় পড়ে গেছিল। কারণ এই দলে পেসার বলতে একমাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার আর্শদীপ সিংকে রেখেছিলেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবরা। অনেকেই ভেবেছিলেন পার্ট টাইম পেসার দিয়ে হয়ত কাজ চলবে না। কিন্তু তাঁদের সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল সেটাই বোঝা গেল ইংল্যান্ড ১৩২এ অলআউট হয়ে যাওয়﷽ায়।
ম্যাচে দুরন্ত ক্যাচ নিলেন অলরাউন্ডার নীতীশ♏ কুমার রেড্ডি। ১৬.২ ওভারে বরুণ চক্রবর্তির বলে ফের বড় শট খেলতে চেষ্টা করেছিলেন জোস বাটলার। ডিপে লেগে দাঁড়িয়ে থাকা নীতীশ রেড্ডি দৌড়ে এসে শরীর ছুঁড়ে দিয়𝕴ে দুরন্ত ক্যাচ নেন, আর সেই সঙ্গে সঙ্গেই সাজঘরে ফেরেন বাটলার।
ইংল্যান্ডের কোনও ব্যাটারই বাটলার ছাড়া আর তেমন চাপে রাখতে পারছিল না ভারতীয় বোলারদের। ফলে বাটলারের কাছে আর কোনও বিকল্প ছিল না বড় শট খেলা ছাড়া। তাই টানা বড় শট খেলতে গিয়ে আউট হলেন তিনি। নীতীশ রেড্ডি অবশ্য বল হাতে সুযোগ পায়নি তেমন নজ꧋রকাড়ার, তবে ফিল্ডিং দিয়েই তিনি পুশিয়ে দিলেন নিজের দলে থাকার অবদান।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের 💫অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে ত🦂ুললেন সেলফিও
ভারতের হয়ে তিনটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। জোড়া উইকেট নেন তিন বোলার। অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং এবং হারꦜ্দিক পাণ্ডিয়া। শামির না থাকার ঘাটতি বোঝাতে দিলেন না ভারতীয়꧙ বোলাররা।