IPL ২০২৫-এ পঞ্জাব কিংসের 🧔হয়ে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্বও করবেন। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। তবে এবছর আর নাইট শিবিরে থাকতে চাননি শ্রেয়স। নিজেই IPL অকশনে যেতে চেয়েছিলেন আইয়ার। সেখানে তাঁকে ২৬.৭৫ কোটি টাকার বিনিময় দলে নেয় পঞ্জাব কিংস। কিন্তু কেন কলকাতা নাইট রাইডার্স ছাড়লেন শ্রেয়স? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন সমর্থকরা। সম্প্রতি সেই বিষয়টি স্পষ্ট করলেন তিনি। এক সাক্ষাৎকারে আইয়ার জানান, KKR ম্যানেজমেন্টের তরফে ঠিক ভাবে যোগাযোগ না করার কারণে এই ফ্র্যাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এই বিষয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন এই ভারতীয় ক্রিকেটার।
গত বছর ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে রান পেয়েছিলেন আইয়ার, ৪টি ট্রফি জিতেছিলেন। যার মধ্যে অধিনায়ক হিসাবে IPL এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি♒ জিতেছিলেন। কিন্তু কেন এরকম একজন ক্রিকেটারকে ছেড়ে দিল নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভক্তরা।
এই বিষয়ে আইয়ার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘নিশ্চিতভাবে KKR-এর হয়ে IPL চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে একটা দুর্দান্ত মুহূর্ত ছিল। টিমের ফ্যান ফলোয়িং অসামান্য ছিল; তারা স্টেডিয়ামে আলাদা পরিবেশ তৈরি করতো। আমি সেখানে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতাম। IPL🐓 চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার সঙ্গে ম্যানেজমেন্টের কথোপকথন (রিটেনশন সম্পর্কে) হয়েছিল। কিন্তু তারপর কয়েক মাস ধরে কথা আর এগোয় না এবং রিটেন করার বিষয়টি নিয়ে তাদের তরফে কোনও সদর্থক প্রচেষ্টাও ছিল না। কি ঘটছে তা নিয়ে আমি বিভ্রান্ত ছিলাম। ঠিক ভাবে যোগাযোগ না করার কারণে আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।’
তিনি আরও যোগ করেন, ‘বিষয়টা খুবই হতাশজনক ছিল। কারণ ঠিক ভাবে যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে এবং রিটেনশনের একদিন আগে পুরোটা জানতে পেরেছিলাম আমি। অবশ্যই কিছু খামতি ছিল। এরকম পরিস্থিতিতে আমায় একটা সিদ্ধান্ত নিতেই হতো। যা হওয়ার সেটাই হয়েছে বলে মনে হয় আমার।’ শ্রেয়স শাহরুখ খানের🎀 প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই যে শাহরুখ স্যার, পরিবার এবং তাদের সবার সঙ্গে আমি (কেকেআর) যে সময়টা কাটিয়েছি তা অসাধারণ ছিল। চ্যাম্পিয়ন হওয়াটা সম্ভবত আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল।’
🗹শ্রেয়স আরও বলেন, ‘শাহরুখ স্যারকে আমরা সবাই চিনি; তিনি একজন হার্টথ্রব। লোকেরা যখনই তাঁর দিকে তাকায় তখনই হতবাক হয়ে যায়। তিনি যখন ড্রেসিংরুমে আসতেন তখন আলাদাই একটা পরিবেশ তৈরি হতো। তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তিনি অত্যন্ত দয়ালু এবং উদার প্রকৃতির। এবং সম্ভবত এটিই তাঁকে একজন ব্যক্তি হিসাবে বেশ অনন্য করে তোলে। তাঁর দল সম্পর্কে যেই আত্মবিশ্বাসটা রয়েছে সেটা আমি পছন্দ করি।’