আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্স পরপর দুই ম্যাচে জয় পেয়ে, পায়ের তলার জমি শক্ত করেছে। রবিবার (৬ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদকে♏ হারিয়েছে গুজরাট টাইটান্স। এদিন ৭ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় টাইটান্স। প্রথমে ব্যাট করে হায়দরাবদ ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রান করে। যে রান তাড়া করতে নেমে ২০ বল বাকি থাকতে ৭ উইকেটে সহজ জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স।
ꦑগুজরাটের জয়ে বড় অবদান রয়েছে দলের অধিনায়ক শুভমন গিলের। তিনি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অধিনায়কের এই ইনিংসের হাত ধরে এই নিয়ে এবারের আইপিএলে চার ম্যাচের মধ্যে তৃতীয় জয় পেল গুজরাট।
চোখ মারেন গিল
💛শুভমন গিল তার ইনিংসে দুর্দান্ত সব শট খেলেন। তিনি ছয় হয়তো মারেননি। তবে ৯টি চার হাঁকিয়েছিলেন। তার মধ্যে একটি চার মেরেছিলেন ১১তম ওভারের শেষ বলে। এদিন ফাস্ট বোলার, স্পিনার- যাঁকে পেয়েছেন, তাঁকেই পিটিয়েছেন শুভমন। আর ১১তম ওভারের শেষ বলেই ম্যাচের সেরা স্ট্রোক খেলেন শুভমন। হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের বলে দুর্দান্ত কভার ড্রাইভে চার হাঁকান গিল। এই শট খেলার পর গিলকে চোখ মারতে দেখা যায়। কার উদ্দেশ্যে চোখ মেরেছেন, তা বোঝা যায়নি। সম্ভবত প্যাট কামিন্সকেই চোখ মেরেছেন। অনেকে আবার মজা করে বলছেন, এসআরএইচ টিমের কর্ণধার সুন্দরী কাব্য মারানকে চোখে মেরেছেন শুভমন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
𒊎পাওয়ার প্লে-র মধ্যে ২টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে বসেছিল গুজরাটের দল। সাজঘরে ফিরে গিয়েছিলেন সাই সুদর্শন (৫) এবং জস বাটলার (০)। এর পর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দলের হাল ধরে শুভমন। নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। দুই তারকা মিলে গুজরাটকে ১০০ রান পার করিয়ে দেন। এই জুটিই গুজরাটের জয় কার্যত নিশ্চিত করে ফেলেছিল। এবং বাকি কাজটি শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে শেষ করেন শুভমন গিল।
গিল প্রথম বারের মতো এই আশ্চর্যজনক কাজটি করলেন
♚৩৬ বলে হাফ সেঞ্চুরি করেন গিল। ৪৩ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। নতুন ব্যাট হাতে প্রথম বারের মতো হাফ সেঞ্চুরি করেছেন গিল। আসলে শুভমন গিল গত এক মাস ধরে এমআরএফ-এর লোগো লাগানো ব্যাট ব্যবহার করছেন। আর এই ব্যাট দিয়ে প্রথম বারের মতো হাফসেঞ্চুরি করলেন গিল। প্রসঙ্গত, এই ব্যাট ব্যবহার করার জন্য শুভমন গিল বছরে ৮ থেকে ১০ কোটি টাকা পান।
আরও পড়ুন: 🧸ধোনির ক্রিকেট শেষ, এটা ওকে মেনে নিতে হবে… কঠিন সত্যিটা মুখের উপর বলে দিলেন CSK-এর প্রাক্তনী
গুজরাটের নিখুঁত জয়
🐽এটি গুজরাটের জন্য একটি ক্লিনিক্যাল ম্যাচ ছিল। প্রথমে বোলাররা দুরন্ত পারফরম্যান্স করে। দ্বিতীয় ইনিংসে দাপট দেখান গুজরাটের ব্যাটাররা। মহম্মদ সিরাজ (৪ উইকেট), সাই কিশোর (২ উইকেট) এবং প্রসিধ কৃষ্ণদের (২ উইকেট) আগুনে বোলিংয়ের সামনে ৮ উইকেটে মাত্র ১৫২ রানই করতে পারে হায়দরাবাদ। তারপরে রান তাড়া করতে নেমে শুভমন গিল অপরাজিত ৬১ রান করে গুজরাটকে জয় এনে দেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ৪৯ রান করেন। শেরফান রাদারফোর্ড অপরাজিত ৩৫ রান করেন। এই জয়ের হাত ধরে পয়েন্ট টেবলের দুইয়ে উঠে এল গুজরাট। লাস্টবয় হয়েই থাকল হায়দরাবাদ।