রঞ্জি ট্রফির ফাইনালে কেরলকে একেবারে কোণঠাঁসা করে দিয়েছে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে তাদের লিড ২৮৬ রানের। হাতে এখনও ৬ উইকেট আছে। আশা করা হচ্ছে, এই লিড আরও বাড়বে। হাতে রয়েছে আর মাত্র একদিন। স্বভাবতই বিদর্ভ বোধহয় এখন থেকেই তৃতীয় রঞ্জি ট্রফি জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে। এদিকে মারাত্মক চাপে পড়ে গিয়েছে কেরল। সৌজন্যে, করুণ নায়ার।
বিদর্ভের তারকা ব্যাটসম্যান করুণ নায়ার ২০২৪-২৫ রঞ্জি ট্রফির ফাইনালে একেবারে কাব্যিক ছন্দে রয়েছেন। প্রথম ইনিংসে তিনি ৮৬ করে আউট হয়ে গিয়েছিলেন, ১৪ রানের জ♓ন্য শতরান হাতছাড়া হয়েছিল নায়ারের। কিন্তু দলের দ্বিতীয় ইনিংসে তিনি দুরন্ত সেঞ্চুরি হাঁকান। শনিবার নাগপুরের জামথার ভিসিএ স্টেডিয়ামে কেরলের বিরুদ্ধে নায়ার তাঁর প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৩তম সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: চেনা ছন্দ💧ে নেটে অনুশীলন শুরু, কবে ২২ গজে ফিরতে চলেছেন বুমরাহ? মিলল ইঙ্গিত
বিদর্ভ প্রথম ইনিংসে ৩৭ রানের লিড পেয়েছিল। আর এই লিড ধরে রেখে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নাম😼লে সাত রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। শনিবার অর্থাৎ রঞ্জির চতুর্থ দিনের সকালে পার্থ রেখাদে (৫ বলে ১) এবং ধ্রুব শোরে (৬ বলে ৫) দ্রুত সাজঘরে ফিরে গেলে, চারে নামেন করুণ নায়ার। তিনি পাশে পান দানিশ মালেওয়ারকে। দানিশ মালেওয়ারের সঙ্গে নায়ার একটু শক্তিশালী পার্টনারশিপ গড়েন। জুটিতে দুই তারকা ১৮২ রান করেন। ১৮৪ বলে শতরান পূর্ণ করেন নায়ার। এবং কেরলের🏅 উপর চাপ বাড়ান তিনি। মালেওয়ার অবশ্য ৭৩ রান করেই সাজঘরে ফিরে যান। শতরান পূর্ণ করার সুযোগ পাননি তিনি।
তবে নায়ারের এই সেঞ🎃্চুরিটি বিদর্ভকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে চলেছে। রঞ্জির ট্রফির ম্যাচে এটি তাঁর চতুর্থ শতরান। ফাইনাল ম্যাচে কেরলের বিরুদ্ধে আগের ইনিংসে নায়ার তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৫২তম ইনিংসে ৮,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন। ডানহাতি এই ব্যাটসম্যান রঞ্জি ট্রফির এক মরশুমে প্রথম বারের মতো ৮০০-এর বেশি রান করেছেন।
এদিকে দানিশ মালেওয়ার আউট হওয়ার পর পাঁচে নেমেছিলেন যশ রাঠোর। কিন্তু তিনি বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৪ রান করে আউট হয়ে যান। এদিকে দিনের💖 শেষে করুণ নায়ার ১৩২ করে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংস সাজানো ১০টি চা🍌র, দু'টি ছক্কায়। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন বিদর্ভের অধিনায়ক অক্ষয় ওয়াদকর। চতুর্থ দিনের শেষ বিদর্ভের স্কোর ৪ উইকেটে ২৪৯ রান।
কেরলকে এই ম্যাচ বের করতে হল, রবিবার সকালের প্রথম সেশনের বিদর্ভের ৬ উইকꦑেট তুলে নিতে হবে। তার পর বাকি সময়ে ঝড় তুলে তাদের জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে। নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে অসম্ভবও নয়। এখꦉন কার্যত অঘটন ঘটাতে হবে কেরলকে।
প্রসঙ্গত, টস জিতে বিদর্ভকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল কেরল। প্রথম ইনিংসে বিদর্ভ ৩৭৯ রান করে। তবে ৩৪২ রানে অলআউট করে দিয়ে ৩৭ রানের লিড নিয়েছিল। এখন দেখার, রবিবার কেরল অঘটন ঘটায়, 💛নাকি বিদর্ভ তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পায়!