সইফ আলি খানের উপর হামলার ঘটনায় হামলাকারী এখনও অধরা। এদিকে ইতিমধ্যেই ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়েছে। এরই মাঝে সামনে এসেছে মুম্বইয়ে দাদার এলাকার একটা ফোনের দোকানের CCTV ফুটেজ। যেখানে দেখা মিলেছে সেই দুষ্কৃতীর। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই অপরাধী ঘটনার পর ফোন🍸ের দোকানে ঢুকে দিব্যি হেডফোন দেখছিলেন।
জানা যাচ্ছে, অপরাধী যে মোবাইল▨ দোকান থেকে হেডফোন কিনছিলেন, সেই দোকানটির নাম 'ইকরা'। ইতিমধ্যেই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকর তরফে দাদার-এর কবুতরখানা এলাকার ওই দোকান পরিদর্শন করেছেন। সেই দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। দেখুন সেই দৃশ্য…। সেখানে অপরাধীকে নীল শার্ট ও কালো প্যান্টে দেখা গিয়েছে। ত✤াঁর পিঠে রয়েছে একটি ব্যাগ। জানা যাচ্ছে, এই ভিডিয়োটি ঘটনার পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টার সময়ের দৃশ্য। আর সইফের উপর হামলা হয়েছিল বুধবার গভীর রাতে। অর্থাৎ ঘটনার বেশ কয়েকঘণ্টা পর ওই মোবাইল দোকানে গিয়েছিলেন অপরাধী।
আরও পড়ুন-দেশের পর এবার বি✃দেশেও সাফল্য, সুদূর𒆙 নেদারল্যান্ডসেও বহুরূপীর অ্যাডভান্স বুকিং হাউসফুল
ঘটনার বিষয়ে ওই মোবাইরল দোকানদার PTI-কে জানিয়েছেন, ‘ওই ব্যক্তি যে হেডফোনটি কেনেন তার দাম ৫০ টাকা। আমার ১০০ টাকা দেওয়া হয়েছিল, আমি ওই ব্যক্তিকে ৫০ টাকা ফেরত দ💎ি। আমার কোনও ধারণাই ছিল না, উনি কী কাজ করে আমার দোকানে এসেছে। পরে পুলিশের মুখে জানলাম যে উনি সন্দেহভাজন। পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ তুলেও দিয়েছি।’
এদিকে সইফের অ্যাপার্টমেন্টের যে চতুর্থ সিসিটিভি ফুꦅটেজ পুলিশের হাতে উঠে এসেছে। তাতে অপরাধীকে বুধবার রাত ১.৩৮ মিনিটে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা যাচ্ছে। সেসময় তাঁর মুখ ছিল কাপড়ে ঢাকা, পিঠে ছিল ওই ব্যাকপ্যাক। এদিকে সইফের উপর হামলার 🏅ঘটনা ঘটে 'শতগুরু স্মরণ' আবাসনের ১১ তলায়, রাত আড়টে নাগাদ। জানা যাচ্ছে অ্যাপার্টমেন্টে ওই দুষ্কৃতী ঢুকে পড়ার পর, সইফ তাঁকে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা ছুরি দিয়ে তাঁকে ৬ বার কোপ মারে।
বৃহস্পতিবার জরুরি অস্ত্রোপচার করা হয় ৫৪ বছর বয়সী অভিনেতার উপর। এরপর শুক্রবারই তাঁকে ICU থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করা হয়েছে। জানা যাচ্ছে, মেꩵরুদণ্ড থেকে ছুরি বের করতে এবং মেরুদণ্ডের ক্ষত থেকে বের হতে থাকা তরল বন্ধ করতে করতে হাসপাতালের চিকিৎসকরা সাড়ে পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার করেন। ডক্টর উত্তমণি বলেন, ‘ভোর ৫টায় অস্ত্রোপচার শুরু হয়ে সকাল সাড়ে ১০টায় শেষ হয়। রাত ২টো নাগাদ তাঁর উপর হাম🔴লা হয়েছিল।’