ছোটপর্দায় ‘নাগিন’ ধারাবাহিকের অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মৌনি রায়। বড় পর্দায় ‘গোল্🦂ড’, ‘ব্রম্ভাস্ত্র’ সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করে প্র꧂শংসিত হয়েছেন তিনি। এবার অভিনেত্রীকে দেখা যাবে সঞ্জয় দত্তের বিপরীতে ‘দ্য ভূতনি’ সিনেমায়।
আগামী ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘দ্য ভূতনি’। সিনেমায় একজন মহিলা ভুতের চরিত্রে অভিনয় করবেন মৌনি🌸, যিনি অবিবဣাহিত পুরুষদের শিকার করেন। সিনেমার প্রচারে এই মুহূর্তে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। তবে এর মধ্যেই অভিনেত্রীর মুখমণ্ডল নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এই সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: শাহরুখের বাড়িত✤ে থাকতে চান! এক রাতের ভাড়া দিতে কম পড়বে ১ মাসের বেতনও, কত খরচ?
আরও পড়ুন: আপনাকে ভালোবাসি’, সিদ্ধিবিনায়🍷ক মন্দিরে ভক্তের ডাক শুনে লজ্জায় লাল অ꧋মিতাভ
মৌনি এমন একজন অভিনেত্রী, যার নির্মেদ শারীরিক গঠন দেখে বারংবার মুগ্ধ হন অনুরাগীরা। কোনওরকম সার্জারি না ক🎃রেই তিনি এত সুন্দর একটি শারীরিক গঠনের মালকিন, স্বাভাবিকভাবেই সেটা বারবার নজর কেড়ে নেয় সকলের। তবে এবার অভিনেত্রীর মুখমণ্ডল নিয়ে বিভিন্ন প্রশ্ন জেগেছে মানুষের মুখে।
গত কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে এসেছিলেন অভিꦕনেত্রী। একটি কালো রঙের লেহেঙ্গা পরে ফ্যাশন শোয়ে হেঁটেছিলেন তিনি। সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু অভিনেত্রীর কপালের ভাঁজ দেখে প্রশ্ন তৈরি হয় মানুষের মনে। শুধু তাই নয়, গত কয়েক মাসে যতবার অভিনেত্রীকে দেখা গেছে ততবারই তাঁর কপালে দেখা গেছে বড় টিকলি।
আরও পড়ুন: ফের শুরু হতে চলেছে কেবিসি🅷? কবে থেকে শুরু রেজিস্ট্রেশন? বিগ বি-ই থাকছেন সঞ্চালনায়?
আরও পড়ুন: 'তোমায় ছাড়া পাঁচটা নতুন বছর...', নববর্ষꦫের আগে বাবাকে নিয়ে আবেগঘন স্বস্তিকা
মৌনির ছবি দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, প্লাস্টিক সার্জারি▨ করে হেয়ার লাইন নামিয়ে এনেছেন অভিনেত্রী। অনেকে আবার ঠোঁটের গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন। কপালের দুদিক ফোলা বা𒐪 ঠোঁটের আকৃতির বদল দেখে খটকা লেগেছে সোশ্যাল মিডিয়া ইউজারদের মনে।
অনেকের মনে হয়েཧছে, অভিনেত্রী প্লাস্টিক সার্জারি করিয়েছেন। অনেকে আবার বলেছেন, সার্জারি একদম ঠিকঠাক হয়নি, তাই হয়তো সবসময় কপাল ঢেকে রাখছেন অভিনেত্রী। এতদিন এই সমস্ত মন্তব𒅌্যের কোনও জবাব না দিলেও এবার কটাক্ষের জবাব দিতে দেখা যায় অভিনেত্রীকে।
সম্প্রতি আসন্ন সিনেমার প্রচারে এসে অভিনেত্রী বলেন, ‘যার যা ইচ্ছে হচ্ছে বলুক। নিজেকে আড়ালে রেখে অন্যকে সমালোচনা করা খুব সহজ, এতে যারা আনন্দ পায়, পাক। আমি তাদের কথায় গুরুত্ব দিই না। এই সমস্ত নেতিবাচক মন্তব🐓্য আমাকে নাড়া দেয় না।’