♔ সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানে ‘ইন্ডাস্ট্রি’র পাশে কার্যত গোটা ইন্ডাস্ট্রিই বসে আছে। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘রঞ্জিতদার বাড়ির আড্ডা’। আর এই ছবি দেখেই নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন ছুঁড়তে শুরু করেছেন, ‘কোয়েলের মেয়ের সঙ্গে দেখা হল?’
𝓡রঞ্জিত মল্লিকের একমাত্র সন্তান কোয়েল। আর কোয়েলের বাপের বাড়িতেই বসেছিল আড্ডা। ছবিতে দেখা যাচ্ছে সুবিশাল ড্রইং রুম। সোফায় ডান দিকে সবার প্রথমে বসে আছেন রঞ্জিত খোদ। তাঁর পাশে প্রসেনজিৎ। বুম্বাদার গায়ে অফ হোয়াইট কালারের সোয়েট জ্যাকেট আর মাথায় টুপি। পাশে চিরঞ্জিৎ ও তাঁর পাশে বিপ্লব চট্টোপাধ্যায়। আর একদম বাঁ হাতে একটা ছোট্ট সোফাতে দেখা গেল জিৎকে। তাঁর পরনে গোলাপি রঙের জ্যাকেট। এর পিছনেই দাঁড়িয়ে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তীরা। সামনে টেবিলে নানা রকমের খাবার, চা-কফির কাপও দেখা গেল। সবার মুখেই একগাল হাসি।
আরও পড়ুন:☂ ‘দিন দিন আরও নোংরা হচ্ছে…’! ইশার সঙ্গে ‘পরকীয়া’র অভিযোগ, চলছে ডিভোর্স মামলা, মুখ খুললেন ইন্দ্রনীল
꧅রীতিমতো ভাইরাল এই ছবি। একজন লিখলেন, ‘দারুণ আড্ডা! ইন্ডাস্ট্রির সব লেজেন্ডরা এক ফ্রেমে।’ আরেকজন লেখেন, ‘এরকম কাস্ট নিয়ে কোনো সিনেমা এলে আর দেখতে হবে না।’ তবে কিছু কিছু অত্যুৎসাহী আবার জানতে চেয়েছেন, কোয়েলের সদ্যোজাত কন্যা সন্তানকে দেখতেই এই আড্ডা বসেছে কি না!
আরও পড়ুন: 🍰‘ঈশ্বরের দোহাই…’! সোমবার ছাড়া পাচ্ছেন না সইফ, পাপারাৎজিদের উপর রাগলেন করিনা
💙প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর রবিবার দ্বিতীয় সন্তান সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী। চলতি বছরে দুর্গাপুজোর প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।' আর দেখা গেল,দ্বিতীয়বারে একটি মেয়ে হয়েছে তাঁর। কবীর পেয়েছে, ফুটফুটে একটি বোন।
আরও পড়ুন: 💝ভালোবাসায় মাখামাখি দুটো মন! বিয়ে করেই শ্বেতাকে কোলে তুলে নিলেন রুবেল, রিসেপশন কবে?
𒉰মেয়ের জন্মের সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিতে েকটি ডিজিটাল কার্ড শেয়ার করেছিলেন কোয়েল ফেসবুকে। সেখানে লেখা ‘আমরা একটি কন্যা সন্তান পেয়েছি’। বড় বড় হরফে লেখা বেবি গার্ল। আর তারিখ দেওয়া ১৪.১২.২৪। তবেএখনও সন্তানের কোনো ছবি বা নাম জানাননি তিনি বা নিসপাল।
রঞ্জিত মল্লিক