মুক্তির প্রথমদিনেই বক্স অফিস ছক্কা হাঁকিয়েছিল রামচরণের 'গেম চেঞ্জার'। মুক্তির প্রথমদিনে দেশীয় বক্স অফিসে এই ছবির আয় ছিল ৫১ কোটি টাকা। এদিকে দ্বিতীয় দিনে ছবির আয় হঠাৎ করেই ৫৭.৬৫ শতাংশ পড়ে যায়, ২য় দিয়ে ছবির আয় হয় ไমাত্র ২১.৬ কোটি টাকা। তৃতীয় দিয়ে আয় কমে হয় ১৫.৯ কোটি টাকা। ৪র্থ দিনে আয় আরও কমে দাঁড়ায় ৮. ৫ কোটিতে।
এদিকে 'গেমচেঞ্জার'-এর বক্স অফিস কালেকশন নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই এই ছবির আয় নিয়ে বিসꩵ্ফোরক দাবি করে বসলেন পরিচালক রামগোপাল বর্মা। রামগোপালের দাবি, 'গেমচেঞ্জার'-এর বক্স অফিস কালেকশন নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে তা পুরোটাই 'ভুয়ো'। তাঁর কথায়, যে ছবির বাণিজ্যিক রিপোর্টে পরিসংখ্যান দেওয়া হচ্ছে তা বেশ সন্দেহজনক। কারণঁ, প্রযোজকদের দাবি আর কালেকশন নিয়ে বের হওযা রিপোর্টে অনেক পার্থক❀্য রয়েছে।
ঠিক কী লিখেছেন রামগোপাল বর্মা?
সোমবার সন্ধ্যায় রামগোপাল বর্মা নিজের X (পূর্বের টুইটার) হ্যান্ডেলে ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘যদি রাজামৌলি ও সুকুমারের এই তেলুগু ছবির আকাশ ছোঁয়া রিয়েল টাইম কালে𓄧𒅌কশনে বলিউডকে বেশ ভালোই ধাক্কা দেয়। তবে GC-র পিছনে থাকা লোকেরা এটা প্রমাণ করতে সফল যে দক্ষিণ জালিয়াতি ক্ষেত্রে অনেক বেশি দুর্দান্ত।’
রামগোপাল বর্মার দক্ষিণের ছবির বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুল🌼ে লেখেন, ‘আমি সত্যিই জানি না বাহুবলী, RRR, কেজিএফ2, কানতারা মতো দক্ষিণের ছবিগুলির সাফল্যকে ছোট করে এই অপমানের পিছনে আসলে কে রয়েছে! GC-র কালেকশন নিয়ে এই দাবির কারণে তাঁদের সমস্ত ছবির সাফল্যই এখন সন্দেহের তালিকায় পড়ে যাবে।’
রামগোপাল অবশ্য এই মিথ্যাচারের অভিযোগের ক্ষেত্রে গেম চেঞ্জার প্রযোজক দি🥂ল রাজুকে অব্যাহতি দিয়েছেন। কারণ তি🍃নি লেখেন, 'আমি জানি না এই অবিশ্বাস্য, নির্বোধ মিথ্যাচারের পিছনে আসলে কে রয়েছে। তবে আমি নিশ্চিতভাবে এটা কখনওই প্রযোজক দিল রাজু-র কাজ নয়, কারণ তিনি প্রকৃতপক্ষেই একজন বাস্তববাদী মানুষ, উনি কখনওই জালিয়াতি করবেন না।
গেম চ্যাঙ্গারের বক্স অফিস পরিসংখ্যানে অসঙ্গতি
গেম চেঞ্জারের প্রযোজকরা জানিয়েছিলেন ছবিটি মুক্তির ১ম দিন অর্ছাৎ ১০ জানুয়ারি বিশ্বব্যাপী ১৮৬ কোটি টাকা আয় করেছে। ছবিটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই সংখ্যাটি শেয়ার করা হয়েছিল। এটা য🌜দি সত্যি হয়, তাহলে এই ছবি 'পুষ্পা ২', 'বাহুবলী ২' এবং 'আরআরআর'-এর পর ৪র্থ সেরা ভারতীয় ছবি হয়ে উঠবে। তবে, ছবির বাণিজ্যিক রিপোর্ট বলছে এই ছবির ১ম✅দিনের বক্স অফিস কালেকশন বিশ্বব্যাপী ১০০ কোটি টাকারও কম। স্যাকনিল্কের মতো কিছু সূত্র বলছে ছবি আয় মাত্র ৮০ কোটি টাকা।
আর তাই 'গেম চেঞ্জার'-এর বক্স অফিস কালেকশন নিয়ে প্রশ্ন তুলেছেন রাম গোপাল বর্মা। ছবির বাজেট নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। আরও একটি টুইটে তিনি লেখেন, 'যদি গেম চেঞ্জারের খরচ হয় ৪৫০ কোটি ❀টাকা, তাহলে আরআরআর-এর অসাধারণ ভিজ্যুয়ালের খরচ হওয়া উচ♔িত ছিল ৪৫০০ কোটি টাকা এবং যদি প্রথম দিনে GC-র কালেকশন ১৮৬ কোটি হয়, তাহলে পুষ্পা ২ সংগ্রহ হওয়া উচিত ছিল ১,৮৬০ কোটি .. । মোদ্দা কথা হলো, সত্যিই আসল শর্ত হল বিশ্বাসযোগ্যতা। আপনি GC-র কালেকশন নিয়ে যদি মিথ্যেও বলেন, সেটা তো অনন্তপক্ষে বিশ্বাসযোগ্য হতে হবে।
শঙ্কর 💮পরিচালিত 'গেম চেঞ্জার' ছবিতে অভিনয় করেছেন রাম চরণ, কিয়ারা আডবানি ও এস জে সূর্য। পলিটিক্যাল থ্রিলারটি ১মদিন ঘরোয়া বক্স অফিসে দারুণ ফল করলেও ২য় দিন থেকেই এটা মুখ থুবড়ে পড়েছে। মুক্তির চার দিন পরেও এটি ১০০ ꦕকোটির ঘরে পৌঁছাতে পারেনি।