𝔉 আগামী ১৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। করণ সিং ত্যাগী পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডে। ইতিহাসের পাতা থেকে তুলে আনা একটি ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমাটি।
🌌সম্প্রতি ‘কেশরী চ্যাপ্টার ’২ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেতা প্রযোজক রানা দাগ্গুবতি। তিনি শুধু সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা নয়, আগামী দিনে তেলেগু ভাষায় এই সিনেমাটি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমন ছবি প্রত্যেক ভাষার দর্শকদের দেখা উচিত বলেই দাবি জানিয়েছেন বাহুবলী খ্যাত এই অভিনেতা।
আরও পড়ুন: 💟'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন: ꦕমায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
♑রানা ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলিং সিনেমার ভূষি প্রশংসা করে লিখেছেন, ‘এটি একটি দারুন সিনেমা। সিনেমা দেখে যেন মনে হল একটি ঐতিহাসিক কোর্টরুম ড্রামা দেখলাম। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি সিনেমা, যা আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা ভারতীয়দের মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবে।’
꧋স্ক্রিপ প্রসঙ্গে রানা বলেন, ‘এটি এমন একটি গল্প যা প্রত্যেক ভাষায় তৈরি করা উচিত। আমি চাই এই সিনেমাটি তেলেগু ভাষায় তৈরি হোক এবং প্রত্যেক দর্শকদের মধ্যে এটি পৌঁছে যাক। এই কাজে যথাসাধ্য চেষ্টা করব আমি।’
ꦆরানার পোস্ট দেখামাত্রই দক্ষিণী ভক্তরা ভীষণ খুশি হয়েছেন সিনেমাটি তেলেগু ভাষায় মুক্তি পাওয়ার কথা শুনে। একজন লিখেছেন, ‘দারুন খবর।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যি কি তেলেগু সংস্করণ আসবে?’ তৃতীয় এক ব্যক্তি আবার রানাকে তেলেগু সংস্করণে কেন চরিত্রে অভিনয় করার অনুরোধ জানান।
আরও পড়ুন:🔜 'আমাকে দ্বিতীয় স্থানে রেখে...', নাসিরউদ্দিনকে নিয়ে কোন ক্ষোভ জমেছে রত্নার মনে?
আরও পড়ুন:💦 প্রেমিকার হাত ধরে কমেডি ফেস্টিভ্যালে আমির! গৌরীর সঙ্গে কার শো দেখলেন?
ඣপ্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেশরী’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘কেশরী চ্যাপ্টার টু’। প্রথম পর্বটি ১৮৯৭ সালের ২১ জুন ঘটা সারাগড়ির যুদ্ধকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় পর্বটি ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ গণহত্যার ওপর আলোকপাত করে তৈরি করা হয়েছে।