𒆙শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই সেখানে তাঁর ব্যক্তিগত জীবনের নানা ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। আর এবার অভিনেতা তাঁর এমন একটি ছবি পোস্ট করেছেন যা প্রকাশ্যে আসতেই ফের রাহুল মোদীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন জোড়ালো হয়ে উঠেছে। কারণ তিনি এবার রাহুলের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন।
ম্যাচিং নাইট ড্রেসে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদী
﷽বৃহস্পতিবার শ্রদ্ধা ইনস্টাগ্রামে তাঁর এবং রাহুলের একটি ছবি ভাগ করে নিয়েছেন। সেখানে তাঁদের ম্যাচিং নাইট ড্রেসে দেখা গিয়েছে। তবে সুন্দর এই ছবিতে তাঁদের মুখ দেখা যায়নি কেবল পা দেখা যাচ্ছিল। তবে দু'জনেই একই স্টাইলের পোশাক পরেছিলেন। রাহুল হাত জোড় করে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, আর শ্রদ্ধাকে তাঁর হাত ধরে থাকতে দেখা যায়। অভিনেতা ছবিটি কোনও ক্যাপশন ছাড়াই পোস্ট করেছেন। তবে কোনও ক্যাপশন না দিলেও রাহুলকে ট্যাগ করতে ভোলেননি, সঙ্গে একটা লাল হার্ট ইমোজিও দিয়েছেন।
🎶মাঝে শোনা গিয়েছিল তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে রাহুল মোদীর সঙ্গে বড়া পাও ডেটের ছবিও শেয়ার করেছিলেন শ্রদ্ধা কাপুর। তিনি রাহুলকে ছবিটি ট্যাগ করেছিলেন। ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি কি তোমাকে সব সময় বড়া পাওয়ের জন্য ধমক দিতে পারি?’ ছবিটির ব্যাকগ্রাউন্ডে কিশোর কুমারের ‘ইয়ে ওয়াদা রাহা’ গানটিও দিয়েছিলেন শ্রদ্ধা।
🦹তাছাড়াও শ্রদ্ধা এবং রাহুলকে ডিনার ডেটের পরে মুম্বইয়ে একসঙ্গে দেখা গিয়েছিল। আর তার পর থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও এই গুঞ্জন নিয়ে এখনও প্রকাশ্যে তাঁদের কোনও কথা স্বীকার করেননি শ্রদ্ধা।
শ্রদ্ধা কাপুরের আসন্ন সিনেমা
🐽কাজের সূত্রে, শ্রদ্ধা কাপুর ২০২৪ সালে তাঁর ছবি 'স্ত্রী-২' দিয়ে বক্সঅফিসে ঝড় তুলেছিলেন। তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানা এবং পঙ্কজ ত্রিপাঠি। এই হরর-কমেডি ছবিটি গত বছরের বলিউডের অন্যতম ব্লকবাস্টার ছিল। বিশ্বব্যাপী এই ছবি প্রায় ৮৫৭ কোটি টাকা সংগ্রহ করেছিল।
🐼এরপর নায়িকাকে দেখা যাবে ‘নাগিন’ সিনেমায়। মকর সংক্রান্তিতে পরিচালক নিখিল দ্বিবেদী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘নাগিন’-এর একটি স্ক্রিপ্ট শেয়ার করেছেন। এর আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছিলেন, ‘তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। আমি প্রথমে ওঁর কাছে এই আইডিয়াটা নিয়ে গিয়েছিলাম। এটা শুনেই শ্রদ্ধা মুগ্ধ হয়ে গিয়েছিল।’