𓆏 হাসপাতালের বিছানায় শুয়ে সইফ, সামনে বসে রয়েছেন করিনা। এমনই ছবি পোস্ট করে সইফের উপর আক্রমণের ঘটনায় মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। নাহ, হাসপাতাল থেকে সইফের কোনও ছবি সামনে আসেনি। ছবিগুলি AI-(কৃত্রিম বুদ্ধিমত্তা) এর তৈরি।
𒆙কিন্তু সইফের উফর হামলার ঘটনায় কী এমন লিখছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা?
✱শত্রুঘ্ন লেখেন, ‘অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের প্রিয় সইফ আলি খানের উপর এমন হামলা অত্যন্ত মর্মান্তিক। উনি মারাত্মকভাবে আহত হয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সুস্থ হয়ে উঠছেন। আর আমার অলটাইম ফেভারিট 'শো ম্যান' চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতনি করিনা কাপুর খান ও তাঁর পরিবারের জন্যও শুভকামলা রইল।'
ꦺএছাড়াও সইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরেরও প্রশংসা করেছেন শত্রুঘ্ন সিনহা। তিনি লেখেন, 'আমার বিনীত আবেদন দয়া করে এই দোষারোপের খেলা' বন্ধ করুন। পুলিশ তাঁদের কাজ ভালভাবেই করছে। আমরা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের এইচএম দেবেন্দ্র ফড়নবীশের এই প্রতিকারমূলক পদক্ষেপের জন্য প্রশংসা করি। বিষয়টিকে আর জটিল না করাই ভালো। বিষয়টি দ্রুত সমাধান করা হোক, যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।'
🍌শত্রুঘ্ন আরও লেখেন, 'উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং আমাদের বন্ধু মন্ত্রীর একনাথ শিন্ডেকে এবিষয়ে সমস্তচ প্রচেষ্টার জন্য ধন্যবাদ। সর্বোপরি সাইফ অন্যতম উজ্জ্বল তারকা / অভিনেতা, একই সঙ্গে তিনি পদ্মশ্রী এবং জাতীয় পুরষ্কার বিজয়ী। তবে আইন তার নিজস্ব পথে চলবে, তবে সবকিছু সঠিক ভাবেই চলছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন (হাত জোড় করে ইমোজি)।
♛এদিকে শত্রুঘ্নের এই পোস্টের প্রতিক্রিয়া এক নেটিজেন লেখেন, 'স্যার, সইফ-করিনার AI জেনারেটেড ছবি ব্যবহারের কী দরকার?' একজন জিগ্গেস করেন, ‘এই ছবিটির দেওয়ার কী হল?’ এক ভক্ত লিখেছেন, 'আশা করি সাইফ দ্রুত সুস্থ হয়ে উঠবে। "এআই জেনারেটেড ফটো কেন শেয়ার করবেন? তা সত্ত্বেও হাসপাতালের ছবি শেয়ার করবেন কেন?'
সাইফের হামলা
༒এদিকে সইফ আলি খানের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বান্দ্রার ফ্ল্যাটে একাধিকবার ছুরি দিয়ে কোপানো হয় সইফকে। ঘটনায় তাঁর মেরুদণ্ড গুরুতর জখম হয়। ঘটনার পর অভিনেতাকে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সইফ আলি খান বর্তমানে সুস্থ আছেন এবং তাকে আইসিইউ থেকে সাধারণ ঘরে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর অস্ত্রোপচারটি সফল হয়েছে। অস্ত্রোপচারে তাঁর শরীর থেকে ২.৫ ইঞ্চি লম্বা ছুরির একটি অংশ বের করে দেওয়া হয়েছে। সইফকে ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরির অপর অংশ তাঁর বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।