⛦ বাংলাদেশ মানেই এখন অশান্তি, ভাঙচুর, হামলা এবং হিন্দুদের উপর নেমে আসা প্রবল আক্রমণ। শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়া এবং মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তা বেড়েই চলেছে। সেটা হিন্দু মন্দির থেকে শুরু করে মাজার, দরগা, সুফি কবরস্থান—সব ক্ষেত্রেই হামলা নেমে এসেছে। ২০২৪ সালের ৪ অগস্ট থেকে হিংসায় উত্তপ্ত এবং রক্তাক্ত বাংলাদেশ দেখেছে গোটা বিশ্ব। তা নিয়ে প্রবল সমালোচনাও হয়েছে। কিন্তু তারপরও সেই হিংসার বাতাবরণ অব্যাহত রয়েছে। এমনই ৪৪টি ‘ভাঙচুর হামলা’র রিপোর্ট গ্রহণ করেছে। সুতরাং বাংলাদেশ পুলিশের রিপোর্ট অনুযায়ী পদ্মাপার আজও অশান্ত।
💯এদিকে ভারতকে হুমকি দেওয়া থেকে শুরু করে সীমান্তে অশান্তি তৈরি করে চলেছে বাংলাদেশ। ৪৪টি ‘ভাঙচুর হামলা’র রিপোর্টের মধ্যে ৪০টি করা হয়েছে মন্দির, মাজার থেকে শুরু করে দরগা এবং সুফি কবরস্থানে। যা অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয়। ওপার বাংলার কিছু এলাকায় এমন হিংসাত্মক ঘটনা মারাত্মক আকার নিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর তাই ওখানকার নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সেই জন্য বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় পালিয়ে আসতে চাইছেন। অনেকে পালিয়ে এসে ধরাও পড়েছেন। ভারতের অন্যান্য রাজ্যে ধরা পড়েছে অবৈধ পথে বাংলাদেশ থেকে পালিয়ে এসে।
আরও পড়ুন: নার্সদের উদ্দেশে নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্য ভবন, উল্লেখ রয়েছে কড়া পদক্ষেপের
অন্যদিকে এই হিংসার ঘটনা শুধু মন্দির, মাদার, দরগায় ঘটেছে তা নয়, এই হিংসা নেমে এসেছে পুণ্যার্থী এবং ভক্তদের উপর। এই সব মন্দির–মাজারের সম্পত্তি থেকে শুরু করে ভক্তদের অর্থকরীও লুঠপাট করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে মন্দির, দরগায়। শনিবার এই গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশ রিপোর্ট প্রকাশ করেছে। যা অত্যন্ত আতঙ্কের।🥃 এই বিপুল পরিমাণ হামলা–আক্রমণ সবচেয়ে বেশি ঘটেছে দেশের রাজধানী ঢাকার একাধিক এলাকায়। আর সেই সংখ্যাটা ১৭। পুলিশের ওই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে উঠেছে, চট্টগ্রাম এবং ময়মনসিংহে ১০টি করে এমন হিংসা, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া শেরপুর জেলাতেও চারটি হামলার ঘটনা ঘটেছে। তবে এই ৪৪টি হামলার ঘটনা নিয়েও পুলিশ আইনি পদক্ষেপ করেছে। সেখানে ১৫টি রোজকার অভিযোগ। আর ২৯টি জেনারেল ডায়েরি হয়েছে। বিভিন্ন থানায় এইসব হামলা, আক্রমণের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।𓄧 সেগুলি খতিয়ে দেখে শনিবার পুলিশের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাই প্রশ্ন উঠছে, তাহলে কেমন করে এখানে সবাই ভাল আছেন বলে দাবি করেন ইউনুস সরকার? পুলিশকে কিছু ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত মামলা করতে হয়েছে। মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।