❀ আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে আর কিছুক্ষণের মধ্যেই শপথ পাঠ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এই শপথ পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর ছাড়াও এদিনের অনুষ্ঠানে একাধিক ভারতীয় উপস্থিত থাকছেন। এদিকে, খবর, ট্রাম্পের শপথপাঠ অনুষ্ঠানে তাঁর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছেন একটি বিশেষ চিঠি। সেই চিঠি নিয়ে গিয়েছেন খোদ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
🧸বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর আগে, এদিন সেন্ট জনস চার্চে একটি প্রার্থনায় যোগ দিয়েছিলেন। তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছে এক পোস্টে সেখানের ছবি তুলে ধরে লেখেন,' আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদেশমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য পেয়েছি।' উল্লেখ্য, এই ধরনের অনুষ্ঠানে ভারতের দূত হিসাবে বিশেষ কাউকে পাঠানোর পুরনো রীতি রয়েছে ভারতের। সেই রীতি মেনেই ডোনাল্ড ট্রাম্পের শপথে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে, ২০২৩ সালে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিরিজু গিয়েছিলেন মলদ্বীপের প্রেসিডেন্টের শপথ পাঠ অনুষ্ঠানে। ২০২৩ সালের মে মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্টের শপথ পাঠ অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি গত বছরের জুলাইয়ে ইরানের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সূত্র জানিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা অক্টোবর ২০২৪ সালে ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর রাষ্ট্রপতিদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ২০২২ সালের জুনে, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রাজ কুমার রঞ্জন সিং ফিলিপাইনের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
♏এদিন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথে একাধিক তাবড় ভারতীয়দের উপস্থিতির কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মুকেশ ও নীতা আম্বানি,ট্রাম্প অর্গানাইজেশন, ইন্ডিয়া-র লাইসেন্সধারী সঙ্গী ট্রিবেকা ডেভেলপার্সের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা, গুরুগ্রামে ট্রাম্প টাওয়ারস প্রকল্প বাস্তবায়নকারী রিয়েল এস্টেট কোম্পানি M3M ডেভেলপারস-এর এমডি পঙ্কজ বনসালও এই ইভেন্টের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। পুনের রিয়েল এস্টেট ফার্ম কুন্দন স্পেসসের এমডি আশিস জৈন অনুষ্ঠানে থাকবেন। এছাড়াও গুগল প্রধান সুন্দর পিচাইয়ের সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।