সুদূর ক্যালিফোর্নিয়া থেকে ভারতে এসেছেন অ্যাপেলের স্বর্গীয় কর্মকর্তা স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে এসেছেন। নিরঞ্জনী আখড়ার কৈলাসনন্দ গিরি মহারাজের কাছে থেকে আগেই তিনি হিন্দু নাম পেয়ে হয়েছেন ‘কমলা’। আর এবার সনাতন ধর্ম গ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছেন লরেন। জানা গিয়েছে, তিনি সনাতন ধর্মে যোগ দিয়ে ঐতিহ্য শিখতে চান। তাঁর গুরু এবং আধ্যাত্মিক গুরু স্বামী কৈলাশানন্দ গিরির প্রধান দ্রষ্টা শ্রী নিরঞ্জনী এমনটাই꧃ জানিয়েছেন।
আরও পড়ুন: পরনে গোলাপি কুর্তি, মাথায় সাদা ওড়না🌌, কাশীর মন্দিরে পুজো ꦉদিলেন স্টিভ জোবসের স্ত্রী
লরেন পাওয়েল হিন্দু ধর্মে গভীরভাবে অনুপ্রাণিত হওয়ায় এক বছর আগে আখড়া তাঁকে হিন্দু নাম দিয়েছিল। স্বামী কৈলাশানন্দ গিরি জানিয়েছেন, ৫০ জন কর্মী তাঁর সঙ্গে দুটি বিমানে ভারতে এসেছিলেন। তিনি বলেন, ‘আমরা তাঁকে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে রাত ১০.১০ টায় দীক্ষা দিয়েছিলাম। গত বছরের ১৮ ফেব্রুয়ারি তাঁকে কমলা নাম দেওয়া হয়েছিল এবং একটি গোত্র বরাদ্দ করা হয়েছিল। তিনি বস্তুবাদের শিখরে পৌঁছেছিলেন। এখন তিনি সনাতন ধর্মে যোগ দিতে চান এবং তাঁর 🅰গুরুর সঙ্গে যোগ দিয়ে ঐতিহ্য শিখতে চান। তিনি অহংকারী নন। একজন সাধারণ ভক্তের মতো চারদিন ধরে প্রায় ৫০ জন কর্মী এবং কর্মী দুটি বড় বিমানে তাঁর সঙ্গে ভারতে এসেছিলেন। তিনি একজন খাঁটি নিরামিষভোজী। তিনি রসুন বা পেঁয়াজ খান না।’