Indian Cricket Team- ‘ভোর ৬টায় মাঠে আসত, ২ মাস বিরিয়ানি খায়নি’! শামির ফিরে আসার গল্প ম্যাকোর গলায়
Updated: 20 Jan 2025, 06:00 PM ISTবাংলার ফাস্ট বোলিং কোচ শিবশঙ্কর পাল এবার মহম্মদ শামির মাঠে ফেরার খিদের প্রশংসা করলেন। যেভাবে শামি শেষ কয়েকমাসে কঠোর পরিশ্রম করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য, তাই তুলে ধরলেন ম্যাকো। বললেন, শামি ম্যাচের দিন ভোর ছটায় মাঠে আসত। ম্যাচের শেষেও বোলিং করতে চাইত। দু মাসে একদিনও খায়নি বিরিয়ানি।
পরবর্তী ফটো গ্যালারি