‘বিরাটই আমার দেখা সেরা ODI ক্রিকেটার, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার’! ইডেনে এসে বললেন সৌরভ
Updated: 20 Jan 2025, 10:30 PM ISTইডেন গার্ডেন্সে সিএবির অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন বিরাট কোহলিই তাঁর দেখা সেরা সাদা বলের ক্রিকেটার, তবে অস্ট্রেলিয়ায় তাঁর একইরকমভাবে আউট হওয়ায় বিস্মিত মহারাজ। শামির দলে ফেরাও ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার করে তুলবে, বলছেন মহারাজ।
পরবর্তী ফটো গ্যালারি