ভারতীয় কুস্তি ফেডারেশন (WFI)-এর সভাপতি সঞ্জয় সিং কেন্꧂﷽দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কারণ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এরপরেই সংস্থার সভাপতি সঞ্জয় সিং ঘোষণা করেছেন যে কুস্তি লিগ শুরু হবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে।
২০২৩ সালের ডিসেম্বরে সদ্য নির্বাচিত WFI সভাপতি সঞ্জয় সিং উত্তর প্রদেশের গোঁদা জেলার নন্দিনী নগরে U-15 ও U-20 জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজনের ঘোষণা করেছেন। এরপরই ক্রীড়া মন্ত্রণালয় ভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি ফেডার⛄েশনের (WFI) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং সংস্থাটিকে জাতীয় ক্রীড়া ফেডারেশন (NSF) হিসেবে স্বীকৃতি পুনর্বহাল করেছে।
এরপরে ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে WFI-এর সভাপতি সঞ্জয় সিং বলেন, ‘এটি কুস্তি ফেডারেশনের জন্য অত্যন্ত আনন্দের মুহূর্ত। WFI-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জ🅘ন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন… WTC 2023-25 Final-এ নেই রোহিত-বিরাট, আর্থিক ক্ষতির মুখে লর্ডস! বওিশ্ব দে𒉰খল ভারতীয় ক্রিকেটের শক্তি
তিনি আরও বলেন, ‘ক্যাম্প এবং প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুস্তিগীররা, বিশেষ করে দরিদ্র পরিবার থেকে আসা প্রতিযোগীরা, এই ক্যাম্পে অংশগ্রহণ করে নতুন কৌশল শিখত এবং নিজেদের রাজ্যে তা ছড়িয়ে দিত। এটি কুস্তির জন্য উপকারী। কুস্তি লিগ আগামী জুন-জুলাইয়ের মধ্যে চালু হবে এবং প্রতিযোগিতাগুলো শুরু হবে নভেম্ব🐻র-ডিসেম্বরে। বিদেশি প্রতিযোগীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কুস্তিগীরদের অনেক সুবিধা হবে।’
২০২৩ সাল থেকে বিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ার ম꧟তো তারকা কুস্তিগীররা WFI এবং এর প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে প্রতিবাদ শুরু করেছিলেন। ২০২৩ সালের অগস্টে United World Wrestling (UWW) WFI-কে নিষিদ্ধ করে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশন নির্বাচন করতে ব্যর্থ হয়। আন্তর্জাতিক অলিম্পিক সং♎স্থা (IOA) একটি অ্যাড-হক কমিটি গঠন করে ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য।
আরও পড়ুন… ভিডিয়ো: আমি চিৎকার করে বলব, তোমার মতো কেউ নেই… সিধুর গলায় কুংফু প🍸ান্ডিয়ার প্রশংসা, নাচ𒆙লেন ভাংড়া
২০২৩ সালের ডিসেম্বরের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং স🔜ঞ্জয় সিং WFI-এর নতুন সভাপতি নির্বাচিত হন। তবে কুস্তিগীররা তার নির্বাচনকে প্রত্যাখ্যান করে দাবি করেন, তিনি ব্রিজ ভূষণ সিং-এর ঘনিষ্ঠ সহযোগী। নির্বাচনের কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় WFI-কে পুনরায় নিষিদ্ধ করে, যার কারণ ছিল সঞ্জয় সিংয়ের ঘোষিত U-15 ও U-20 চ্যাম্পিয়নশিপ। এর ফলে আবারও IOA-র অ্যাড-হক কমিটি দায়িত্ব গ্রহণ করে।
২০২৪ সালের মার্চ মাসে IOA ঘোষণা করে যে, UWW ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর এবং নির্বাচনী ট্রায়াল সফলভাবে শেষ হওয়ার পর অ্যাড-হক কমিটির আর প্রয়ো﷽জন নেই। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে UWW WFI-এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কেন্দ্রীয় 🧸ক্রীড়া মন্ত্রণালয় সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল।
আরও পড়ুন… ভি🍌ডিয়ো: সে ঘণ্টায় ৩💎-৪টে ম্যাসেজ করছিল… কোন ক্রিকেটারকে নিয়ে এমন দাবি করলেন মহিলা?
এরপরে এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিজ ভূষণ সিং বলেন, ‘এই লড়াই প্রায় ২৬ মাস ধরে চলেছে এবং আজ সরকার কুস্তি ফেডারেশনকে পুনর্বহাল করেছে। এজন্য আমরা🍨 সরকার ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘যদি কেউ এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তা হল খেলোয়াড় এবং জুনিয়র খেলোয়াড়রা। যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তাদের উদ্দেশ্য পূরণ হয়নি। আমরা শুধু এটুকুই বলব যে ফেডারেশন যেন আগের মতো সব কুস্তি টুর্নামেন্ট ও ক্যাম্প আয়োজন করে, কারণ এতদিন ধরে সেগুলো বন্ধ ছিল। অনেক দরিদ্র কুস্তিগীর এই ক্যা🗹ম্প থেকে তাদের খাবার ও প্রশিক্ষণের সুযোগ পেত।’