🉐 ২০৩০ ফিফা বিশ্বকাপের আগে মরক্কোতে ৩০ লক্ষ কুকুরকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, অবাক মনে হলেও ဣএটাই সত্যি। তবে কেন এমনটা করা হবে? সামনে এল এর বড় কারণ। স্পেন ও পর্তুগালের সঙ্গে ২০৩০ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মরক্কো। তারা সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা দেশের পর্যটন আকর্ষণ বাড়াতে দেশের প্রায় ৩০ লক্ষ পথকুকুর হত্যা করবে। তবে, এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রাণীকল্যাণ সংগঠন ও কর্মীদের অবাক করেছে, তারা তীব্র সমালোচনা শুরু করেছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, মরক্কোর কর্তৃপক্ষ অমানবিক ও সম্ভাব্য অবৈধ পদ্ধতি ব্যবহার করে পথকুকুর নিধন করছে। এর মধ্🔯যে রয়েছে অত্যন্ত বিষাক্ত স্ট্রিকনিন দিয়ে বিষপ্রয়োগ, প্রকাশ্যে কুকুর গুলি করে হত্যা এবং যেই সব কুকুর এরপরেও বেঁচে থাকবে, তাদের শাবল দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে।
আরও পড়ুন… Champions Trophy: মহম্♐মদ 🥀সিরাজকে বাদ দেওয়ার আসল কারণ জানালেন রোহিত শর্মা
বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দা করা হচ্ছে-
১) আন্তর্জাতিক প্রাণীকল্যাণ ও সুরক্ষা সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই অভিযানের ফলে প্রায় ৩০ লক্ষ কুকুর মার💖া যেতে পারে।
২ꦗ) বিশ্বখ্যাত প্রাণীবিজ্ঞানী ও প্রাণী অধিকার কর্মী জেন গুডঅল ফিফাকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছেন।
৩) ফিফার কাছে এ🐠কটি লিখিত চিঠিতে গুডঅল এই নির্মম হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে এবং হুঁশিয়ারি ⛄দিয়েছে যে, যদি কুকুর নিধন বন্ধ না করা হয়, তবে মরক্কোতে বিশ্বকাপ আয়োজন স্থগিত করা উচিত।
মরক্কোর আইন কী ও বাস্তবে কী হচ্ছে?
১) মরক্কোতে আইনত রাস্তার কুকুর নিধন নিষিদ্ধ।
২) তবে, সেখানকার প্রতিবেদনগুলো দেখলে বোঝা যাবে যে, স্থানীয় প্রশা⛄সনের𒀰 নীরব সম্মতিতে এই নিষ্ঠুর কাজ চলছে।
৩) প্রাণী সংরক্ষণ সংস্𒈔থাগুলি মানবিক পদ্ধতিতে কুকুর নিয়ন্ত্রণের (যেমন, Trap-Neuter-Vaccinate-Release বা TNVR কর্মসূচি) পক্ষে কথা বলার পরেও তাদের কার্যক্রম নানা বাধা🐈 দেওয়া হচ্ছে।
৪) Shelter বা পশু আশ্রয়কেন্দ্রগুলো অধিক পরিমাণ কুকুরের চাপে বিপর্যস্ত 𝄹এবং তাদে🦹র জন্য খাদ্য ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে।
ফিফার অবস্থান কী?
১) ফিফা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
২) তবে, সংস্থাটির কিছু সূত্র জানিয়েছে যে, তারা মরক্কোর প🔯রিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুগ🤪ুলো পরিদর্শন করছে।
আন্তর্জাতিক চাপ ও পরবর্তী করণীয়
১) আন্তর্♔জাতিক মহল মরক্কোর সরকারকে মানবিক ও টেকসই উপায়ে পথকুকুর সমস্যা সমাধানের আহ্বান জানিছে।
২) বিশ্বব্যাপী প্রাণীকল্যাণ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্যার꧃ সমাধান🌳 করতে বলা হচ্ছে।
এখন দেখার বিষয়, ফিফা এবং মরক্কো সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং কুকুর হত্যার এই নির্মম পরিকল্পনা বন্ধ করা হয় কি ন🐻া।