শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ফাইনালে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে ইন্ডিয়া🍌ন সুপার লিগের খেতাব ঘরে তোলে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সঙ্গে আইএসএলে নিজেদের ডেরায় ফাইনাল জিততে না পারার অলিখিত মিথটাকেও ভেঙে চুরমার করে সুবজ-মেরুন শিবির। লিগ শিল্ডের পরে কাপ জিতে নববর্ষের আগেই সমর্থকদের পয়লা বৈশাখের উপহার দেয় মোহনবাগান।
উল্লেখযোগ্য বিষয় হল, মোহ🙈নবাগানের এবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গোলকিপার বিশাল কাইথ ও সর্বোচ্চ গোল স্কোরার ম্যাকলারেনের অবদান অস্বীকার করা যাবে না। কাইথ ১৫টি ম্যাচে ক্লিন-শিট দেওয়া ছাড়াও ২৬ ম্যাচে ৭৫টি গোল সেভ করেন। তিনি টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে গཧোল্ডেন গ্লাভস পুরস্কার জিতে নেন। ম্যাকলারেন ২৫ ম্যাচে মাঠে নেমে দলের হয়ে সব থেকে বেশি ১২টি গোল করেন।
তবে স্পটলাইটের আড়ালে থেকে গেলেন আরও কয়েকজন 💙ফুটবলার, যাঁদের সক্রিয় অবদান ছাড়া মোহনবাগানের পক্ষে ভারত সেরা হওয়া সম্ভব হতো না। এই সব নেপথ্যর নায়কদের ভূমিকার দিকে চোখ রাখা যাক।
সব থেকে বেশি অ্যাসিস্ট
সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে মোহনবাগানের হয়ে সব থেকে বেশি গোলের পাস বাড়িয়েছেন জেসন কামিন্স। তিনি ২৫টি ম্যাচে মাঠে নেমে মোট ৬টি অ্যাসিস্ট করেন। অর্থাৎ, দল🎉ের ৬টি গোলের পিছনে পরোক্ষে অবদান রাখেন কামিন্স। তিনি টুর্নামেন্টে ৭টি গোলও করেন। এছাড়া গ্রেগ স্টুয়ার্ট গোলের পাস বাড়ান ৫টি।
সব থেকে বেশি গোলের সুযোগ তৈরি
এই মরশুমে মোহনবাগানের হয়ে সব থেকে বেশি গোলের সুযোগ তৈরি করেছেন গ্রেগ স্টুয়ার্ট। তিনি ২০টি ম্যাচে মাঠে নেম🎃ে মোট ৩৯টি গোলের সুযোগ তৈরি করেন। যার মধ্যে অনেকগুলিকেই গোলে পরিণত করে সবুজ-মেরুন শিবির। পেত্রাতস ২৪টি ম্যাচে মাঠে নেমে ৩৬টি গোলের সুযোগ তৈরি করেন।
সব থেকে বেশি সফল পাস
এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের 𝓡হয়ে সব থেকে বেশি সফল পাস খেলেন টম অলড্রেড। তিনি ২৬টি ম্যাচে মাঠে 🍸নেমে ১০২৮টি সফল পাস বাড়ান সতীর্থদের দিকে। এছাড়া অ্যালবার্তো ২২টি ম্যাচে মাঠে নেমে ৯৮১টি সফল পাস বাড়িয়েছেন। শুভাশিস বোস ২৫টি ম্যাচে মাঠে নেমে ৯৬৮টি সফল পাস বাড়িয়ে দেন।
সব থেকে বেশি টাচ
এবারের ইন্ডিয়া🌳ন সুপার লিগে মোহনবাগানের হয়ে সব 🦂থেকে বেশি টাচ খেলেন শুভাশিস। তিনি ২৫টি ম্যাচে মাঠে নেমে ১৭৩৮টি টাচ খেলেন। আশিস রাই ২৪টি ম্যাচে মাঠে নেমে ১৫৮৬টি টাচ খেলেন।
সব থেকে বেশি সফল ট্যাকল
এই মরশুমে মোহনবাগানের হয়ে প্রতিপক্ষ ফুটবলারদের সব থ🐻েকে বেশিবার সফলভাবে বাধা দেন শুভাশিস। তিনি ২৫টি ম্যাচে মাঠে নেমে ৪৮ বার শত্রু শিবির থেকে বল কেড়ে নেন। আশিস রাই ২৪টি ম্যাচে ৩৫ বার সফলভাবে বাধা দেন প্রতিপক্ষ ফুটবলারদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।