Hindustan Times
Bangla

কৃষ্ণভক্তিতে মগ্ন, তাই অভিনয়কে বিদায় জানান এই দুই অভিনেত্রী

'অনুপমা' শো খ্যাত অভিনেত্রী অনঘা ভোঁসলে। কর্ম জীবনের শীর্ষে থেকেও বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন তিনি। 

অনঘ কৃষ্ণ ভক্ত হিসেবে নিজেকে নিয়োজিত করেন। প্রাক্তন এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, কৃষ্ণ সম্পর্কিত নানা পোস্ট শেয়ার করেন।

কৃষ্ণ ভক্ত হওয়ার আগে অনঘার জীবন ছিল চটকে ভরা। শোবিজের দুনিয়াকে বিদায় জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

প্রখ্যাত ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত হঠাৎ করেই গ্ল্যামার জগতে বিদায় জানান। তিনি সারাজীবন কৃষ্ণ ভক্তির পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন।

আগে ভোজপুরি অভিনয় সম্পর্কিত নানা পোস্ট শেয়ার করতেন প্রিয়াঙ্কা। বর্তমানে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি সম্পর্কিত পোস্ট শেয়ার করেন।

গ্ল্যামার জগত থেকে দূরে সরে যাওয়ার পর প্রিয়াঙ্কা বেশিরভাগ সময় কাটান বৃন্দাবনে।

caco88