Hindustan Times
Bangla

ODIতে বুমরাহর ভারতীয় দলে প্রভাব কতটা? দেখে নেওয়া যাক

ODIতে বুমরাহকে নিয়ে ৩১ ম্যাচে খেলেছে ভারত,জিতেছে ১৮ ম্যাচে, হেরেছে ১২ ম্যাচে, একটি ম্যাচ বাতিল হয়ে যায়

গত পাঁচ বছরে ভারতীয় দলের সেরা পেসার কারা?

হার্দিক পাণ্ডিয়া ২৩ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট, ইকোনমি ৫.২৮, গড় ২৪.৭৮

মহম্মদ শামি ১৯ ম্যাচে নিয়েছেন ৫০ উইকেট, ইকোনমি ৫.৪, গড় ১৫.৪৪

মহম্মদ সিরাজ ৩২টি ওডিআইতে গত পাঁচ বছরে নিয়েছেন ৫৯ উইকেট, ইকোনমি ৪.৭১, গড় ১৯.২

শার্দুল ঠাকুর ২৬ ম্যাচে নিয়েছেন ৪২ উইকেট, ইকোনমি ৬.০৭, গড় ২৩.১১

গত পাঁচ ODIতে বছরে বুমরাহ ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন, ইকোনমি মাত্র ৩.৯৪, গড় ২৭.৩

caco88