Hindustan Times
Bangla

৩-এ পা দিল ছোট্ট জেহ। করিনা কাপুর এবং সইফ আলি খানের ছোট পুত্রের জন্মদিনে বসেছিল চাঁদের হাট। 

জেহর এবারের জন্মদিনের থিম ছিল স্পাইডারম্যান। 

এদিন তাঁর জন্মদিন উপলক্ষে বোন রাহাকে নিয়ে এসেছিলেন মামা রণবীর কাপুর। 

ছিলেন করিনার বাবা রণধীর কাপুর। 

এদিনের বার্থডে পার্টিতে দেখা মিলল জেহর পিসি সোহা আলি খানের। সঙ্গে ছিলেন পিসেমশাই কুণাল। খেমু। 

এছাড়া ছেলেকে নিয়ে এসেছিলেন নেহা ধুপিয়া। 

মালাইকা আরোরা এসেছিলেন ছেলেদের নিয়ে। 

মায়ের কোলে চড়ে এদিন কেক কাটেন জেহ। 

স্পাইডারম্যান কেক কেটেছে সে আজ। 

পার্টির শেষে বাবার কোলে চড়ে বাইরে যেতে দেখা যায় জেহকে। 

caco88