Hindustan Times
Bangla

Most Sixes In T20: বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৯০০ ছক্কা পোলার্ডের, সেরা পাঁচের ৪ জন ক্যারিবিয়ান

ক্রিস গেইলের পরে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৯০০ ছক্কার মাইলস্টোন টপকান পোলার্ড।

১. ক্রিস গেইল ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ১০৫৬টি ছক্কা মেরেছেন।

২. টি-২০ ক্রিকেটে পোলার্ডের ছক্কার সংখ্যা এখন ৯০১টি।

৩. আন্দ্রে রাসেল টি-২০ ক্রিকেটে মোট ৭২৮টি ছক্কা মেরেছেন।

৪. নিকোলাস পুরান টি-২০ ক্রিকেটে ৫৯৩টি ছক্কা হাঁকিয়েছেন।

৫. কলিন মুনরো টি-২০ ক্রিকেটে ৫৫০টি ছক্কা মেরেছেন।

পোলার্ড চলতি ILT20-তে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে ৩টি ছক্কা হাঁকানোর সুবাদে ৯০০ ছক্কার মাইলস্টোন টপকান।

caco88