By Sanjib Halder
Published 17 Jan, 2025
Hindustan Times
Bangla
শুক্রবার অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ১-১ ড্র করল সবুজ মেরুন ব্রিগেড।
এদিনের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল মোহনবাগান, তবে শেষে লিড ধরে রাখতে পারেনি তারা।
অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন মোহনবাগান এসজি কোচ হোসে মোলিনা।
৪-২-৩-১ ছকে জামশেদপুর এফসি দলকে নামিয়েছিলেন খালিদ জামিল।
ম্যাচের ২৫ মিনিটে মোহনবাগানের হয়ে গোলের খাতা খোলেন অধিনায়ক শুভাশিস বোস।
কর্ণার থেকে টম অলড্রেড হেড দিয়ে বলটা নামিয়ে দেন শুভাশিসের কাছে। দুরন্ত ব্যাক হিলে গোল করেন তিনি।
ম্যাচের ৬০ মিনিটে গোল করে জামশেদপুর এফসিকে লড়াইয়ে ফেরান এজে।
ডিফেন্ডিং এরিয়া থেকে বল ধরে প্রায় ৬০ গজ ছুটে বাগান বক্সে ঢুকে গোল করে গেলেন এজে।
১৬ ম্য়াচে ৩৬ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকল মোহনবাগান এসজি। ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল জামশেদপুর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88