Hindustan Times
Bangla

বার্থ-ডে বয় সইফের হাতে প্রচুর ওয়েব সিরিজ আর ছবি! 'হান্টার' থেকে 'গো গোয়া গন ২', দেখুন তালিকা

কেরিয়ারে একাধিক ছবি উপহার দিয়েছেন সইফ আলি খান।  বলিষ্ঠ অভিনয়ের ভিত্তিতে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শিগগিরই একাধিক ছবিতে দেখা যাবে তাঁকে-

সইফ আলি খানকে দেখা যাবে হরর কমেডি ছবি 'ভূত পুলিশ ২'-এ।

রীতেশ সিধওয়ানি পরিচালিত অ্যাকশন-থ্রিলার ছবি 'ফায়ার'-এ দেখা যাবে সইফ আলি খানকে।

কমেডি থ্রিলার ছবি 'গো গোয়া গন'-এর সিক্যুয়েল 'গো গোয়া গন ২'-এ আবারও দেখা যেতে চলেছে সইফকে।

'শিকারী' ছবিতে সইফ আলি খানকে দেখা যাবে নাগা সাধুর ভূমিকায়।

শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেজ চিলিসের ছবি 'কর্তব্য'-এ একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সইফকে

'দ্য ব্রিজ'-এও দেখা যাবে সইফ আলি খানকে। এটি একটি সুইডিশ ওয়েব সিরিজের হিন্দি রিমেক। মুখ্য ভূমিকায় রয়েছেন সইফ আলি খান।

জুনিয়র এনটিআর অভিনীত তেলুগু ছবি 'দেভরা'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে

caco88