Hindustan Times
Bangla

সুশান্ত আজ আর নেই, তবে বেঁচে থাকলে আজ ২১ জানুয়ারি অভিনেতার বয়স হত ৩৯ বছর। 

সুশান্তে জন্মবার্ষিকীতে জেনে নেওয়া যাক, তাঁর সম্পর্কে অজানা কিছু কথা।

অভিনয়ে আসার আগে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি অর্জন করেন সুশান্ত।

অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন (AIEEE) সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অর্জন করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

জ্যোর্তিবিদ্যার প্রতি বিশেষ অনুরাগ ছিল সুশান্তের। মহাজাগতিক বিষয় পর্যবেক্ষণের জন্য উচ্চমানের একটি টেলিস্কোপও কিনেছিলেন অভিনেতা।

SRK-একজন দক্ষ নৃত্যশিল্পীও ছিলেন। কথ্থক সহ বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহ ছিল তাঁর।

সুশান্ত সিং রাজপুত, নিজের দুই হাত দিয়েই লিখতে পারতেন। তবে জানা যায়, বেশিরভার সময়ই নাকি তিনি দুশ্চিন্তায় ভুগতেন।

ঐশ্বর্য রাই ও হৃত্বিক রোশনের ধুম-২ তে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কেরিয়ার শুরু করেন সুশান্ত।

শুধু অভিনয়-ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মিশ্র বাস্তবতার উপর ফোকাস করে একটা কোম্পানিও খুলেছিলেন সুশান্ত।

অনেক অল্প বয়সেই মা-কে হারিয়েছিলেন সুশান্ত, মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে নিজের পিঠে একটা ট্যাটু করিয়েছিলেন অভিনেতা।

আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।

caco88