Hindustan Times
Bangla

পতৌদি প্যালেসে তৈমুরের জন্মদিন সেলিব্রেশন, ৩ নম্বর ছবিতে সইফের মুখটা খেয়াল করেছেন

দেখতে দেখতে ৭ বছরে পা রাখল করিনা কাপুর খান আর সইফ আলি খানের বড় ছেলে তৈমুর।

পতৌদি প্যালেসে ঘরোয়া আয়োজনে সেলিব্রেট করা হয়েছে তৈমুরের জন্মদিন।

এ দিন বেবোকে দেখা গিয়েছে অন্য মেজাজে। ছেলের জন্মদিনে নিজের ছবি পোস্ট করে নিজেকে গর্বিত মা বলে উল্লেখ করেছেন।

বোনের ছেলের জন্মদিন থেকে একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন লোলো।

এ দিন দুই বোন বেবো এবং লোলোর দেখা মিলেছে সম্পূর্ণ অন্য মেজাজে।

জন্মদিনে বার্সালোনা থিমের উপর তৈরি কেক কেটেছে খুদে তৈমুর।

caco88