🌼 আজ বাংলা নববর্ষ ১৪৩২। পয়লা বৈশাখের দিন গোটা বছরের শুভ কামনা প্রার্থনা করে, অনেকেই নিজের মতো করে সৌভাগ্য খুঁজে চলেছেন। লটারিতে যাঁরা সৌভাগ্য খুঁজছেন, তাঁদের জন্য জ্যোতিষমতে রয়েছে কিছু গণনা। জ্যোতিষমতে, রাশিফলের গণনা অনুসারে দেখে নিন আজ কোন কোন রাশির সৌভাগ্য তুঙ্গে থাকবে লটারির দিক থেকে। ১২ রাশির মধ্যে পয়লা বৈশাখে লটারি কেটে কোন রাশির ভাগ্যে কী রয়েছে দেখে নিন।
আজ লটারি কেটে লাভবান কোন কোন রাশি?
𒆙কর্কট- আজ ১৫ এপ্রিল ২০২৫ সালে লটারি কেটে লাভের মুখ দেখতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। ১৪৩২ সালে জ্যোতিষশাস্ত্রমতে আপনাদের জন্য শুভ সেই দিক থেকে আজ লটারি কাটলে শুভ ফল পেলেও পেতে পারেন।
𓆉মিথুন- পয়লা বৈশাখে আজ লটারি কেটে শুভ ফল পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। ১৪৩২ বাংলা নববর্ষে লটারির দিক দিয়ে দিনটি শুভ যেতে পারে।
💫ধনু- পয়লা বৈশাখে লটারির টিকিট কেটে লাভের মুখ দেখলেও দেখতে পারেন ধনু রাশির জাতক জাতিকারা। শুধু কি ১৫ এপ্রিল, ২০২৫, এর সঙ্গে গোটা বছরেও লটারির টিকিট কাটতে পারেন এই রাশির জাতক জাতিকারা।
♓মকর- মন চাইলে কাটতে পারেন পয়লা বৈশাখের দিন লটারি। তাতে লাভ পেলেও পেতে পারেন।
⛎কুম্ভ- পয়লা বৈশাখের দিনটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ফলে এই দিনে লটারি কেটে দেখতে পারেন। হতেও পারে ভাগ্যে প্রাপ্তি যোগ।
🔴মীন- পয়লা বৈশাখের দিন লটারি কাটলে শুভ ফল পেলেও পেতে পারেন। তবে এগোতে হবে বুঝে শুনে।
পয়লা বৈশাখের টোটকা:-
ไমনে করা হয় পয়লা বৈশাখের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে দেব দেবীর পুজো করলে তা ভালো ফল দিতে পারে। অনেকেই এই দিনে সাধ্যমতো কিছু দান করায় বিশ্বাসী। এই দিনে মিষ্টি মুখ করায় অনেকে বিশ্বাসী।
ꦫ(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)