꧅ রাজ্যে জেলায় জেলায় আক্রান্ত হচ্ছে পুলিশ। কোথাও ঘিরে ধরে হেনস্থার অভিযোগ উঠছে, তো কোথাও অভিযোগ মারধরের। তারই মধ্যে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় ২ পুলিশকর্মীকে গুলি করে আসামী পালানোর ঘটনায় শোরগোল পড়েছে। প্রাণে বাঁচলেও পুলিশ কি নিজেই নিজেকে নিরাপত্তা দিতে অক্ষম? এই প্রশ্ন তুলছেন অনেকে। এই পরিস্থিতিতে বাহিনীর মনোবল চাঙ্গা করতে ভোকাল টনিক দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার শিলিগুড়িতে আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করে তিনি বলেন, দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশ ৪টে গুলি চালাবেন।
𝔉এদিন গুলিবিদ্ধ ২ পুলিশকর্মী নিশিকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে দেখতে শিলিগুড়ি যান রাজীব কুমার। হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ২ পুলিশকর্মীর সঙ্গে কথা বলেন তিনি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি স্পষ্ট বলতে চাই। দুষ্কৃতীরা ১টা গুলি চালালে এবার থেকে পুলিশ ৪টে গুলি চালাবে। আমরা গুলি চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। কী করে কড়া হাতে এই দুষ্কৃতীদের মোকাবিলা করতে হয় তা আমরা জানি।
📖বুধবার বিকেলে ইসামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় জাতীয় সড়কের ওপরে ২ পুলিশকর্মীকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালায় সাজ্জাক নামে এক খুনের আসামী। জানা গিয়েছে, জেল লক আপে কেউ সাজ্জাকের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয়। তার পর চাদরের নীচে সেই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল ওই দুষ্কৃতী। ঘটনার পর থেকে সাজ্জাককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
🍎ওদিকে ডিজির ভোকাল টনিকে কতটা কাজ হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, ক্ষমতায় এসেই থানা থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর রাজ্যে একাধিক জায় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে শাসকদলের নেতা ও তাদের অনুগামীদের বিরুদ্ধে। ক্যামেরার সামনে পুলিশকে হুমকি দিতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত মণ্ডলকে। কিন্তু কোনও ক্ষেত্রে কারও সাজা হয়নি। তাতেই বেড়েছে দুষ্কৃতীদের মনোবল।