ফের একবার প্রাপ্ত বয়স্ক প্রেমের গল্প ছোটপর্দায় নিয়ে আস🐓ছেন লীনা গঙ্গোপাধ্যায়। স্টার জলসার পর্দায় আসছে ‘চিরসখা’, জুটিতে অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। এই মেগার সঙ্গেই লম্বা ব্রেকের পর ছোটপর্দায় এখানে আকাশ নীল খ্যাতꦕ অভিনেত্রী। ওদিকে শ্রীময়ীর পর ফের একবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সুদীপকে।
মধ্যবয়স্ক মানুষের প্রেমের গল্প ফুটে উঠবে ম্যাজিক মোমেন্টসের এই নয়া ধারাবাহিকে আগেই স্পষ্ট করেছিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। সিরিয়ালের প্রথম প্রচার ঝলক সামনে এল শুক্রবার। যদিও সেখানে সিরিয়ালের কোনও দৃশ্য নয়, বরং পাড়ার চা-এর ঠেকের আড্ডা উঠে এল। প্রোমোতে দেখা গেল, চা-এর দোকানে এসে এক ব্যক্তি আচমকাই বলা শুরু করেন, ‘কাজল কাকিমা প্রেম করছে।’ বেঞ্চে বসা অপর এক ব্যক্তি স্পষ্ট জানায়, ‘তাতে তোর কী! তোর খায় না পরে?’ চায়ের ভাঁড⛎় হাতে পাশে বসে থাকা আরেক প্রৌঢ় (অনিলদা) সমর্থনের সুরে বলে ওঠেন, ‘তাতে যদি মেয়েটা ভালো থাকে তাতে পাড়ার খারাপ থাকার কী আছে?’
যার জীবন সেই ঠিক করবে জীবন কোন খাতে বইবে, প্রো𒉰মোতে সেই বার্তাই তুলে ধরলেন লীনা গঙ্গোপাধ্যায়। না-বলা সম্পর্কের গল্প ‘চিরসখা’তে। প্রোমোর এন্ড কার্ডে দেখা মিলেছে অপরাজিতা ও সুদীপের। অপরাজিতাকে কালো পাড়-সাদা শাড়িতে দেখা গেল, ওদিকে সাদা পাঞ্জাবি-চোস্তা আর কালো ফ্রেমের চশমায় সুদীপ। লেখিকা এই নিয়ে মুখ খুলতে না চাইলেও অপরাজিতাকে খুব সম্ভবত শুরুতে বিধবার বেশে দেখা যাবে। বৈধব্য যন্ত্রণার মাঝেই তাঁর জীবনে নতুন ভোরের মতো এন্ট্রি নেবেন সুদীপ।
এই সিরিয়ালে লীনার অনান্য সিরিয়ালের মতোই গুণী অভিনেতার ছড়াছড়ি। থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হা🦩জারি, মালবিকা সেনরা। দেখা মিলবে তৃণমূল বিধায়ক লাভলি মিত্রেরও।
প্রচার ঝলক দেখে অনেকে অবশ্য ‘বুড়ো নায়ক’ নিয়ে বাঁকা মন্তব্য করেছেন, কেউ আবার অপরাজিতার পাশে ঋষি কৌশিককে মিস করছেন! কারুর মনে আবার প্রশ্ন কোন স▨্লটে আসবে এই মেগা? বন্ধ হচ্ছে জলসার কোন সিরিয়াল?
তাহলে জানিয়ে রাখি, হর গৌরী পাইস হোটেলের শ্যুটিং শেষ হচ্ছে আগামিকাল (১৮ই জানুয়ারি)। সিরিয়ালের সম্প্রচার শেষ হবে এই মাসেই। তাই চিরসখার আগমনে স্লট বদল হবে চলতি কোনও মেগার। সেই সিরিয়ালকে রাত ১০.৩০টার স্লটে পাঠান𓆉ো হবে, এমনই জল্পনা। দীর্ঘদিন ধরে উড়ান স্লটহারা, রাত ৮টার স্লটে প্রতিদ্বন্দ্বী চ্যানেলের পরিনীতা বেঙ্গল টপার হয়েছে এই সপ্তাহেই। ওদিকে এই স্লট লীনার জন্য পয়া, এমনটাও বলা যায়। তাহলে কি চিরসখাকে জায়গা করে দিতে কোপ পড়বে উড়ানের স্লটে? জবাব মিলবে শীঘ্রই।🐻