😼 শনিবার একবেলা পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে কলকাতা ও দক্ষিণ শহরতলির অনেকাংশে। কলকাতা পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বিভিন্ন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গলফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক, কসবার মতো বুস্টার পাম্পিং স্টেশন জল সরবরাহ বন্ধ থাকবে। সেই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
কতক্ষণ পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে?
෴কলকাতা পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ৯ টা পর্যন্ত পানীয় জলের সরবরাহ স্বাভাবিক থাকবে। সকাল ৯ টার পরে পরিষেবা বন্ধ করা হবে। তারপর শনিবার আর জল আসবে না। আর আগামী রবিবার সকাল ৬ টা থেকে জল সরবরাহ শুরু হয়ে যাবে বলে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
🉐অর্থাৎ শনিবার একবেলা দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিভিন্ন অংশে জল মিলবে না। ওই সব এলাকায় সাধারণত বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জল আসে। সেইসময় জল দেওয়া হবে না। রবিবার সকাল থেকে আবার স্বাভাবিক ছন্দে জল আসবে।
কোন কোন জায়গায় জল বন্ধ থাকবে?
১) দক্ষিণ কলকাতা।
২) গার্ডেনরিচ।
৩) যাদবপুর।
৪) টালিগঞ্জ।
৫) বেহালা।
৬) জোকা।
৭) কসবা।
৮) মহেশতলা।
৯) বজবজ।
১০) কলকাতা পুরনিগমের ৮ নম্বর বরো।
১১) কলকাতা পুরনিগমের ৮ নম্বর বরো।
১২) কলকাতা পুরনিগমের ১০ নম্বর বরো।
১৩) কলকাতা পুরনিগমের ১১ নম্বর বরো।
১৪) কলকাতা পুরনিগমের ১২ নম্বর বরো (একাংশ)।
১৫) কলকাতা পুরনিগমের ১৩ নম্বর বরো।
১৬) কলকাতা পুরনিগমের ১৪ নম্বর বরো।
১৭) কলকাতা পুরনিগমের ১৫ নম্বর বরো।
১৮) কলকাতা পুরনিগমের ১৬ নম্বর বরো।
গার্ডেনরিচ কলকাতা পুরনিগমের দ্বিতীয় বৃহত্তম ‘সম্পদ’
🔯এমনিতে গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে প্রতিদিন ২১০ মিলিয়ন গ্যালন জল পরিশ্রুত করা হয়। যা কলকাতা পুরনিগমের পরিচালিত দ্বিতীয় বৃহত্তম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। শীর্ষে আছে উত্তর ২৪ পরগনার পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আর গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল সরবরাহ করা হয় দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিস্তীর্ণ অংশে। তাই ওই অংশগুলিতে শনিবার জল আসবে না।