ꦡএকেবারে ভয়াবহ ঘটনা। শিউরে ওঠার মতো ঘটনা। সোমবার সকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুল বিল্ডিংয়ের চার তলা থেকে কাঁচ ভেঙে পড়ে। এর জেরে আহত হয়েছে দুই ছাত্র। একজনের আঘাত গুরুতর। আহত এক ছাত্রের মাথায় ও ঘাড়ে প্রচুর সেলাই পড়েছে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এবার নব নালন্দা স্কুলের ওই ঘটনায় রিপোর্ট তলব করল রাজ্য শিক্ষা দফতর।
𒊎গোটা ঘটনায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক একেবারে চরমে উঠেছে। একাধিক অভিভাবকের দাবি, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্য়ে সেভাবে কোনও মিটিং হয় না। পেরেন্টস টিচার মিটিং না হওয়ার জেরে কেউ সমস্যা খুলে বলতে পারেন না। এদিকে স্কুল কর্তৃপক্ষও কার্যত রক্ষণাবেক্ষণের সমস্যার কথা মেনে নিয়েছে বলে খবর।
꧑এদিকে সূত্রের খবর, স্কুল শিক্ষা দফতর কলকাতা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ঘটনার পরে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেব্যাপারেও জানতে চাওয়া হয়েছে।
🌞সূত্রের তরফে জানানো হয়েছে আপাতত ওই জায়গাগুলিতে নেট লাগানো হয়েছে।
🐽এদিকে স্কুলের তরফে প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল পড়ুয়ারা জানালা খোলার চেষ্টা করছিল। সেই সময় কাঁচ ভেঙে পড়ে।
💯এদিকে ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। তাঁদের দাবি স্কুলে রক্ষণাবেক্ষণের অভাবের জন্য আজ এই পরিস্থিতি। স্কুলের পড়ুয়াদের সুরক্ষার দাবি তুলেছেন তাঁরা।
🥀অভিভাবকদের দাবি, স্কুলের ফি কোনও অংশে কম নয়। কিন্তু একাধিক পরিষেবা মেলে না। পরিকাঠামোগত নানা সমস্যা জর্জরিত।
কী হয়েছিল নব নালন্দায়?
🐻প্রার্থনা শুরুর আগে স্কুল ভবনের ওপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের ওপরে। দাবি করা হয়, চারতলার ওপর থেকে একটি কাচের প্যানেল ভেঙে পড়ে নীচে। তাতেই জখম হয় একাধিক পড়ুয়া। ২ ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার মধ্য়ে একজনের আঘাত গুরুতর। অপর জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
𝓡 দুর্ঘটনার পর আতঙ্কিত অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, হাসাপাতলে যে দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অপরজনের আঘাত গুরুতর। সে হাসপাতালেই ভরতি আছে। এরপরই আতঙ্কিত অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না। তবে এবার রিপোর্ট চাইল শিক্ষা দফতর।
🐼সূত্রের খবর, স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, জানালা খোলার সময় যদি কাচ ভেঙে পড়ে তার মানে কি রক্ষণাবেক্ষণ নেই? জানালা কি ভাঙতে পারে না? ভেঙে গিয়েছে হয়তো। অবশ্য়ই এটা দুর্ঘটনা। এটা হওয়া উচিত নয়।