বর্ডার গাভাসকর ট্রফিতে পরাজয়ের মুখে পড়েছে ভারত। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। এই পরাজয় শুধু ভারতকে ১০ বছর পর বর্ডার গাভাসকর ট্রফি হাতছাড়া করতে বাধ্য করেছে এমন নয়, এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 🏅ফাইনাল খেলার আশাও শেষ হয়ে যায় রোহিতদের জন্য। পার্থে প্রথম টেস্টে ২৯৫ রানে পরাজয়ের পর সিরিজে দুরন্ত বাউন্স ব্যাক করে অজিরা। কিন্তু ট্র্যাভিস হেড বা প্যাট কামিন্স নয়, অস্ট্রেলিয়ার এই জয়ের আসল নায়ক স্কট বোল্যান্ড বলে মনে করছেন অশ্বিন। ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার মনে করেন যদি বোল্যান্ড না খেলতেন তাহলে সিরিজের ফলাফল অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল। গাব্বায় তৃতীয় টেস্টের শেষে সকলকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
পার্থক্য গড়ে দিয়েছেন স্কট বোল্যান্ড:
রবিচন্দ্রন অশ্বিন মনে করেন জোশ হেজেলউডের✤ চোট পাওয়াটা শাপে বর হয়েছে অস্ট্রেলিয়ার জন্য। স্কট বোল্যান্ড বর্ডার গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্টে দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। বিশেষ করে সিডনিতে শেষ টেস্টে। সেখানে তিনি ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখার সময় বলেন, ‘সবাই বলে প্যাট কামিন্স অসাধারণ খেলেছে সিরিজে, কিন্তু সে বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছে। অস্ট্রেলিয়া ভাগ্যবান যে স্কট বোল্যান্ড তাদের দলে যুক্ত হয়েছিল। যদি বোল্যান্ড না থাকত তবে ভারত হয়তো সিরিজ জিততে পারত।’ অশ্বিন আরও যোগ করেন, ‘জোশ হেজেলউড খুবই ভালো বোলার। কিন্তু তারা যদি প্রথম ম্যাচের বোলিং অ্যাটাক নিয়ে পুরো সিরিজ খেলত তাহলে আমরা জয় পেতাম। বোল্যান্ডের রাউন্ড দ্য উইকেট ডেলিভারি আমাদের বাম হাতি ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করছিল, যা শেষ পর্যন্ত ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’
BGT-তে দুরন্ত পারফরম্যান্স বোল্যান্ডের:
ভারতের বিরুদ্ধে সিরিজে বোল্যান্ড মোট ২১ উইকেট নিয়েছিলেন, গড় ১৩.১৯। এক ইনিংসে সেরা বোলিং ফিগার ছিল ৬/৪৫। সিডনিতে শেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিয়েছিলেন বোল্যান্ড। BGT-তে মোট ৪ বার বিরাট কোহলিকে নিজের শিকার বানিয়ে ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল স্কট বোল্যান্ডের🌄। এখনও পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৫৬ উইকেট নিয়েছেন তিনি, গড় ১৭.৬৬। সেরা বোলিং ফিগার ৬/৭। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই এবং টি-২০ মিলিয়ে মোট ১৭টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৯টি।