🎃 ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্য অন্যতম নামই হলেন বিরাট কোহলি। নিজের অধিনায়কত্বের সময় ভারতীয় দলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাঁর অধিনায়কত্বে স্রেফ টেস্টে নয়, সব ফরম্যাটেই বিদেশের মাটিতে দাদাগিরি করতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে। এর মধ্যে ঐতিহাসিক বর্ডার গাভাসকর সিরিজ জয় তো আছেই।
💎আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
🌄রোহিত শর্মাও অধিনায়ক হিসেবে যথেষ্ট সফল। কারণ দেশকে একটি টি২০ বিশ্বকাপের ট্রফি জেতানোর পাশাপাশি দুটি আইসিসি ইভেন্টের ফাইনালেও নিয়ে গেছেন তিনি। ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতের টিম ইন্ডিয়া হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে, এবং শিরোপা হাতছাড়া করেছিল। সম্প্রতি রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কাটাছেড়াও চলছে।
🥃আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
𒅌বর্ডার গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ার হারের পর থেকেই রোহিত শর্মার অধিনায়কত্বের সমালোচনা চলছে। তাঁকে অনেকটা খারাপ অধিনায়কের খাতায় ফেলে দিচ্ছেন কেউ কেউ। সিডনিতে পঞ্চম টেস্টে দলের বাইরে বসতে হয়েছে খোদ অধিনায়ককে, এমনই বিরল ঘটনা ঘটেছে টিম ইন্ডিয়ার অন্দরে। যদিও রোহিতকে অধিনায়ক হিসেবে বিরাটের থেকে এগিয়ে রাখছেন প্রাক্তন তারকা ক্রিকেটার।
🧜আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
🌜ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা কাছ থেকে দেখেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের। তিনি অধিনায়কত্বের তুলনা করতে গিয়েই রোহিতকে এগিয়ে রাখলেন বিরাটের থেকে। তাঁর কথায়, ‘রোহিত শর্মা এমন একজন অধিনায়ক যে দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে চলে সব সময়। তাঁদের মান যদি খুব ভালো নাও হয় তাও তাঁদের ভরসা দেয় রোহিত। তাতে তাঁরাও অনেক আত্মবিশ্বাস পান, কিন্তু বিরাট কোহলি তেমনটা নয় ’।
❀আরও পড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
ღউথাপ্পা বলছেন, ‘বিরাটের অধিনায়কত্বে আমি খেলিনি সেভাবে। তবে আরসিবি এবং জাতীয় দলের হয়ে ওকে যেভাবে দেখেছি, তাতে ও চায় সকলে ওর মতোই ভালো খেলুক। মানে খেলা হোক বা কথা শোনা, সবেতেই বাকি ক্রিকেটাররা যেন বিরাটের মতো হয়, এটাই ও চায়। মানে রোহিতের মতো ক্রিকেটারদের পাশে থেকে, তাঁদের ওপর ভরসা দেওয়ার ছেলে ঠিক ও নয়। ওর অধিনায়কত্ব খুব এক্সক্লুসিভ, মানে সবাই ওর মতো হলে, তাহলেই দলে ফিট হবে। রোহিত শর্মা এমন একজন অধিনায়ক যে তোমায় গুরুত্ব দেবে কথা বলে খেলার উন্নতি করার চেষ্টা করবে। বিরাট কোহলি আবার সেরকম নয় ’।